 'সহযোগিতা, মোকাবিলা, পারস্পরিক কল্যাণ এবং উন্নয়ন' এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তথ্য মাধ্যমের উচ্চ পর্যায়ের সম্মেলন ৯ অক্টোবর পেইচিং মহা গণ ভবনে শুরু হবে। বর্তমানে সম্মেলনের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।

৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৩৫টি প্রধান তথ্য মাধ্যম ও সংস্থা এবং চীনের মূল-ভূভাগের ৪০টিরও বেশি তথ্য মাধ্যমের প্রায় ৩শ'দায়িত্বশীল ব্যক্তি সম্মেলনে অংশ নেবেন। ৮ অক্টোবর বিকেল পর্যন্ত অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিনিধি পেইচিংয়ে পৌঁছেছেন। শীর্ষ সম্মেলনের সভাকক্ষের সাজসজ্জা সম্পন্ন হয়েছে। তথ্য কেন্দ্রের ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিকসহ বিভিন্ন সেবা কাজও সার্বিকভাবে শুরু হয়েছে।

এবারের শীর্ষ সম্মেলনে বিশ্ব তথ্য শিল্পের বর্তমান অবস্থা এবং উন্নয়নের প্রবণতা বিশ্লেষণ, বিশ্ব তথ্য সংস্থার সম্মুখীন বেশ কিছু গুরুত্বপুর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হবে। ১০ অক্টোবর সম্মেলনের সমাপ্তি দিনে বিশ্ব তথ্য সম্মেলনের অভিন্ন ঘোষণা গৃহীত হবে।

খোং চিয়া চিয়া |