v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আফগানিস্তানের রাজধানি কাবুলে আত্মঘাতি বোমা হামলায় প্রায় এক শ'জন হতাহত
2009-10-08 20:23:35

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ অক্টোবর জানিয়েছে যে, এদিন সকালে রাজধানি কাবুলের কেন্দ্রস্থলে একটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ১২জন নিহত এবং ৮৩জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিন হুয়ার।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এবারের বিস্ফোরণ আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের সামনের পাকা প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করেছে। আফগানিস্তানের টি.ও.এল.ও টেলিভিশন কেন্দ্র সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। রাস্তার পাশের দোকানপাটেরও বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। হতাহতের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ নাগরিক। এর মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু।

আফগানিস্তানের নিরাপত্তা কর্মীরা ইতোমধ্যেই ঘটনাস্থলটি ঘিরে রেখে উদ্ধার ও তদন্ত কাজ চালাচ্ছে। এখনো কোন সংস্থা বা ব্যক্তি এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।

ভারতের দুতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এবারের হামলার লক্ষ্য ছিল ভারতের দূতাবাস। ---ওয়াং হাইমান

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China