v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
দশর্নীয় স্থান আঞ্চলিক অথর্নীতির দ্রুত উন্নয়ন তরান্বিত করেছে
2009-10-08 20:04:47
 আজ পয়লা অক্টোবর। চীনের জাতীয় দিবস। এ বিশেষ দিন উপলক্ষে সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের " অথর্নীতির অগ্রযাত্রা"। প্রিয় বন্ধুরা, চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি হয়েছে। গত ৬০ বছর চীনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা প্রসংশনীয়। আজকের এ আসরে গত ৬০ বছর চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা করবো আমি আপনাদের বন্ধু ---- এবং আমি আপনাদের বন্ধু-----

দশর্নীয় স্থান আঞ্চলিক অথর্নীতির দ্রুত উন্নয়ন তরান্বিত করেছে

চীনের বসতি ও নির্মান মন্ত্রণালয়ের কমর্কর্তা লু খে হুওয়া ২০ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর , দেশের ব্যাপক মূল্যবান দশর্নীয় অঞ্চল কাযর্করভাবে রক্ষা করা হয়েছে। এর পাশাপাশি, এ সব অঞ্চল কাযর্করভাবে আঞ্চলিক অথর্নীতির দ্রুত উন্নয়ন তরান্বিত করেছে। তিনি বলেন, সারা চীন দেশে ১৮৭টি রাষ্ট্রীয় পযার্য়ের ও ৭০০টি প্রাদেশিক পযার্য়ের দশর্নীয় অঞ্চল চীনের পযর্টন শিল্প উন্নয়নের প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অসম্পূর্ণ পরিসংখ্যাণ অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এ সব দশর্নীয় স্থানের বার্ষিক পযর্টন আয় ৩ হাজার ৩০০ কোটি রেন মিন পি। যার মাধ্যমে দেশের পযর্টনের অথর্নীতির দ্রুত উন্নয়ন তরান্বিত করা হয়েছে। তিনি আরও বলেন, কয়েকটি দশর্নীয় স্থানের পাশ্ববর্তী এলাকায় ছোট শহরের নির্মাণ কাজও তরান্বিত করা হয়েছে। স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান দ্রুত উন্নত হয়েছে।

চীনের গ্রামাঞ্চলে ডিজিটল চলচ্চিত্র প্রদর্শনের নেটওয়াট গড়ে তুলেছে

১৫ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন অধি দফতর থেকে জানা গেছে, নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর , চীনের ব্যাপক গ্রামাঞ্চলে ডিজিটল চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

চলতি বছরের জুন মাস পযর্ন্ত চীনের গ্রামাঞ্চলে ১১৮টি সিনেমা ও ২০ হাজারটি চলচ্চিত্র প্রদর্শন হলে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বতর্মানে চীনের গ্রামাঞ্চলের ৫০ শতাংশ গ্রামে ডিজিটাল সিনেমা দেখতে পাওয়া যায়।

"চীনের নাটকীয় পরিবর্তন" শীষর্ক মেলা পেইচিংয়ে শুরু

" চীনের নাটকীয় পরিবতর্ন" নামক মেলা ১২ সেপ্টেম্বর সকালে পেইচিং-এ শুরু হয়েছে। এ মেলায় নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার ৬০ বছর বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৩০ বছরে অর্জিত বিরাট সাফল্য প্রদর্শিত হয়েছে। মেলাতে যে সব চিত্র প্রদর্শিত হয়েছে সে সব চিত্রের বিষয়বস্তু হল: রাজনৈতিক গনতন্ত্র, অথর্নৈতিক উত্থান, গ্রামাঞ্চলের নতুন চেহরা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে চাঙ্গা করে তোলা, সাংস্কৃতিক সমৃদ্ধি, সুখ জীবনযাত্রা, জাতিগত ঐক্য, মাতৃভূমিকে একীকরণ, মজবুত মহা প্রাচীর ও বিশ্বের জন্য উন্মুক্ত। চীনের সমাজ বিজ্ঞান এক্যাডেমির আধুনিক যুগের চীন বিষয়ক গবেষণালয়, চীনের চিত্র সংস্থা ও চীনের ইতিহাস তত্ত্ব সমিতির যৌথ উদ্যাগে এবারের মেলার আয়োজন করা হয়। এ মেলা পর্যায়ক্রমে থিয়েনচিন, ছুয়াংছিন , কুওয়াংচৌ এবং হংকং ও ম্যাকাওয়ে প্রদর্শিত হওয়ার কথা।

নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্ম্পকিত মেলা পেইচিংয়ে শুরু

নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কিত ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানগুলোর অন্যতম হিসেবে " উজ্জল ৬০ বছর"---চীন গন প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বিষয়ক সাফল্য মেলা ১৯ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পযর্ন্ত পেইচিং প্রদর্শনী কেন্দ্রে আয়োজন করা হয়েছে। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার ৬০ বছরে বিশেষ করে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তিত হওয়ার পর যে সাফল্য অর্জিত হয়েছে এ মেলায় তা প্রদর্শিত হচ্ছে। কৃষি, শিল্প , তথ্য, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি , জনসংখ্যা স্বাস্থ্য ও বীমাসহ বিভিন্ন ক্ষেত্রের অর্জিত সাফল্য এ মেলায় প্রদর্শিত হচ্ছে।

চীনের জি ডি পি বিপুল পরিমাণে বৃদ্ধি

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুরোর জাতীয় অর্থনীতি সম্পর্কিত বহুমুখী হিসাব বিভাগের উপ প্রধান ওয়াং ভেন পো ২১ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, ২০০৮ সালে চীনের জি ডি পি ৩ লাখ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে যা ১৯৫২ সালের চেয়ে ৭৭ গুণ বেড়েছে। ২০০৮ সালের এক দিনে যে জি ডি পি হয়েছে তা ১৯৫২ সালের সমান। তিনি বলেন, ১৯৫২ সালে বিশ্বে চীনের অর্থনৈতিক মোটমূল্যের অনুপাত খুব কম ছিল। ১৯৭৮ সালে চীনের জি ডি পির অনুপাত ছিল মাত্র ১.৮ শতাংশ । তবে ২০০৮ সালে চীনের জি ডি পির মোটমূল্য বিশ্বের ৬.৪ শতাংশ । এ ক্ষেত্রে বিশ্বে চীনের স্থান তৃতীয়। কিন্তু তিনি মনে করেন, এ সংখ্যা থেকে বোঝা যায় যে, গত ৬০ বছরে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে। তিনি পাশাপাশি বলেন, চীন একটি জনবহুল দেশ । পৃথিবীতে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশী। সুতরাং অন্যান্য উন্নত দেশের তুলনায় চীনের মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম।

বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০৯ টি দেশ ও অঞ্চলের মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে পৃথীবিতে চীনের স্থান ১৩০তম ।

৬০ বছরে চীনে খাদ্য, তুলা ও তেলসহ প্রধান প্রধান খাদ্যজাত পণ্যের পরিমাণ বিপুল মাত্রায় বেড়েছে

বতর্মানে চীনে খাদ্যের মোট উত্পাদনের পরিমাণ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। যার মাধ্যমে কেবল ১৩০ কোটি লোকের খাওয়ার সমস্যার মোটামুটি সমাধান করা হয়েছে তাই নয়, চীনের আর্থ-সমাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ অবলম্বী ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি চীনের যথেষ্ট খাদ্য সরবরাহ বিশ্বের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত থেকে দেখা গেছে, গত ৬০ বছর ধরে চীনের খাদ্যের বার্ষিক উত্পাদনের পরিমাণ ১৯৪৯ সালের ১০ কোটি টন থেকে বেড়ে ২০০৮ সালে ৫০ কোটি টনেরও বেশী হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কৃষকদের চাষের আগ্রহ বাড়ানোর জন্য চীন সরকার বেশী কার্যকর সুবিধামূলক নীতি প্রণয়ন করেছে। এর পাশাপাশি তুলা , তেল ও চিনিসহ অর্থকরী ফসলের উত্পাদনও লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

চীনের তেল রির্জাভের ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে

২০ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় জ্বালানী ব্যুরো সূত্র থেকে জানা গেছে, বতর্মানে চীনের রাষ্ট্রীয় তেল রির্জাভের প্রথম দফা প্রকল্প মোটামুটি সম্পন্ন হয়েছে। সুতরাং চীনের রাষ্ট্রীয় তেল রির্জাভ ব্যবস্থা মোটামুটি গড়ে তোলা সম্ভব হয়েছে। তেলের নিরাপত্তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। চীনের অর্থনীতি একটানা দ্রুত বিকশিত হওয়ার পাশাপাশি, চীনের তেল আমদানির পরিমাণ বছরের পর বছর বেড়েই চলেছে । বতর্মানে চীনের তেল আমদানির ওপর নির্ভরতার অনুপাত ৫০ শতাংশেরও বেশী। ভবিষ্যতে হয়তে আমদানির পরিমাণ আরও বাড়বে। সে জন্য ২০০৪ সালের মার্চ মাস থেকে চীনের রাষ্ট্রীয় তেল রির্জাভের প্রথম দফা প্রকল্পের নির্মান কাজ শুরু হয়।

চীনের শহরাঞ্চলের পরিবেশ অবস্থা ক্রমেই উন্নত হয়েছে

চীনের বসতি , গ্রাম ও শহরাঞ্চল নির্মান মন্ত্রণালয়ের কর্মকর্তা লু খে হুওয়া ২০ সেপ্টেম্বর বলেছেন, গত ৩০ বছরের অবিরাম প্রচেষ্টার পর চীনের শহরাঞ্চলের শোভা ও পরিবেশের অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে ।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া গতিশীল করা হচ্ছে

গত ৬০ বছর চীনের আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণ দু'হাজার গুণের বেশী বৃদ্ধি পেয়েছে। এখন চীন বিশ্বের তৃতীয় বড় বাণিজ্য ও রফতানিকারক দেশে পরিণত হয়েছে । ২০০৯ সালের জুন মাসের শেষ পযর্ন্ত চীনে ৬ লাখ ৭০ হাজার বিদেশী শিল্প প্রতিষ্ঠানকে পুঁজিবিনিয়োগ করার অনুমোদন দেয়া হয়েছে। ২০০৮ সালের শেষ দিন পযর্ন্ত বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে চীনের বৈদেশিক ঠিকাদারি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এ পযর্ন্ত বিশ্বের ১৬৩টি দেশ চীন থেকে সহায়তা পেয়েছে। বিশ্বের একটি দায়িত্বশীল দেশ হিসেবে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে চীন যথাযত ভূমিকা পালন করেছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China