v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আই এম এফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলন
2009-10-08 19:47:55
    পাঁচ দিনব্যাপী ২০০৯ সালের আন্তর্জাতিক মূদ্রা তহবিল সংস্থা (এই এম এফ) ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলন ৭ অক্টোবর তুরস্কারের বৃহত শহর ইস্তানবুলে শেষ হয়েছে। এবারের বার্ষিক সম্মেলনে " ইস্তানবুল প্রস্তাব" গৃহীত হয়েছে। এই এম এফ ও বিশ্ব ব্যাংকে উন্নয়নশীল দেশগুলোর বাক অধিকার বাড়ানো, আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থার সংস্কার , অভিন্ন উন্নয়ন ও বাণিজ্যিক সংরক্ষণবাদ-বিরোধীসহ নানা ক্ষেত্রে মতৈক্য হয়েছে।

    ১৮০টিরও বেশী অর্থনৈতিক গোষ্ঠির অর্থ মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর এবং অর্থনৈতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ মোট দশ হাজারেরও বেশী সদস্য এবারের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন। এবারের সম্মেলনে বিশ্ব মন্দা মোকাবিলা, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার পুর্নগঠন, আর্থিক মন্দা এড়ানোর পদক্ষেপ এবং অর্থনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক মূদ্রা সংস্থা ও বিশ্ব ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। চীনের অর্থ মন্ত্রী শিয়ে শিয়ে রেনের নেতৃত্বে চীন সরকারের প্রতিনিধি দল এবারের সম্মেলনে যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে আন্তর্জাতিক ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে চীনের মনোভাব ব্যাখ্যা করা হয়েছে। আন্তর্জাতিক মূদ্রা তহবিল সংস্থার পরিষদের পালাক্রমিক চেয়ারম্যান ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর নগুয়েন ভ্যান গিয়াউ ৭ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে বলেছেন, ২০০৮ সালে সংঘাটিত আর্থিক সংকট আরেক বার বিশ্ব সম্প্রদায়কে প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক মূদ্রা তহবিল সংস্থা ও বিশ্ব ব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থার অস্তিত্ব অত্যন্ত প্রয়োজনীয়।

     অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়ায় কেমনভাবে বিশ্ব অর্থনীতি স্থিতিশীলভাবে বিকশিত করা এবারের বার্ষিক সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। এ বিষয়কে সামনে রেখে "ইস্তানবুল প্রস্তাবে" বলা হয়েছে, যদিও বিশ্বজুড়ে ব্যাংকিং বাজারের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের চিহৃ দেখা দিয়েছে তবু এই পুনরুদ্ধারের গতি অত্যন্ত মন্থর । সুতরাং ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের প্রবণতার ওপর সর্তক রজায় রাখা উচিত। প্রস্তাবটিতে বিশেষভাবে হুঁশিয়ারী দিয়ে বলা হয়েছে, বতর্মানে এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট পদক্ষেপ নেয়া উচিত।

     দু'টো আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থার ভোটদান অধিকার ও সংস্কার এবারের সম্মেলনের আরেকটি প্রধান আলোচ্য বিষয়। সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা আহ্বান জানিয়েছেন যে, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সংস্কার জোরদার করা উচিত, এই এম এফ ও বিশ্ব ব্যাংকে উন্নয়নশীল দেশগুলোর বাক অধিকার বাড়ানো উচিত। বিশ্ব ব্যাংকের গর্ভনর রোবেরট জোলিক সম্মেলনে বলেছেন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক অর্থনৈতিক শৃংখলার বতর্মান অবস্থা প্রতিফলনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকে উন্নয়নশীল দেশগুলোর ভোটদান অনুতাপ ৫০ শতাংশ বাড়াতে হবে। এই এম এফের মহা পরিচালক খাআন তাঁর ভাষণে বলেছেন, অনুতাপের ভাগাভাগি ব্যাপারে বিভিন্ন দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব মতৈক্য হওয়া উচিত।

    তা ছাড়া, এবারের সম্মেলনে বিশ্বজুড়ে ব্যাংকি তদারকি জোরদার করা এবং বাণিজ্য সংরক্ষণবাদ প্রতিরোধ করার ব্যাপারে মতৈক্য হয়েছে। সম্মেলন চলাকালে আন্তর্জাতিক মূদ্রা তহবিল সংস্থার প্রকাশিত সর্বশেষ এ রির্পোটে বলা হয়েছে, যদিও ব্যাংকিং ব্যবস্থায় ঝুঁকি লাঘব হয়েছে তবু বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বজুড়ে অথর্নীতির টেকসই বৃদ্ধি তরান্বিত করার জন্য এ রির্পোটে বিভিন্ন দেশের উদ্দেশ্যে ব্যাংকিং ব্যবস্থার ওপর তদারকি জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ সম্মেলনে অংশ গ্রহণকারী চীনের গণ ব্যাংকের উপ মহা পরিচালক ই গান ৪ অক্টোবর বলেছেন, বিশ্বজুড়ে অর্থনীতি তরান্বিত করার মৌলিক পথ হল বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করা। এতক্ষণ আজকের প্রতিবেদন শুনলেন। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China