v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনা বংশোদ্ভূত বিজ্ঞানী ২০০৯ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন
2009-10-07 21:23:43

২০০৯ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ৬ অক্টোবর ঘোষণা করা হয়েছে । চীনা বংশোদ্ভূত বিজ্ঞানী চার্লস কে কাও এবং মার্কিনী বিজ্ঞানী উইলার্ড এস বোয়েল ও জর্জ ই স্মিথ যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন । হংকং চীনা ভাষা বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলার চার্লস কে কাও বিশ্বে অপ্টিক্যাল ফাইবারের পিতা নামে পরিচিত । সুইডেন রাজকীয় বিজ্ঞান একাডেমী পুরস্কার বিজয়ী হিসেবে চার্লস কে কাওয়ের নাম ঘোষণা করার সময়ে বলেন , সুইডেন রাজকীয় বিজ্ঞান একাডেমী ২০০৯ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের অর্ধেক অর্থডঃ চার্লস কে কাওকে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে । ডঃ কাও বৃটেনের হালো তারবিহীন যোগাযোগ মানদন্ড পরীক্ষাগারে কাজে নিয়োজিত ছিলেন এবং হংকং চীনা ভাষা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন ।

সুইডেন রাজকীয় বিজ্ঞান একাডেমী মনে করে , চার্লস কে কাও ফাইবারে আলোর সঞ্চারন সম্পর্কে যে গবেষণা করেছেন তা অপ্টিক্যাল ফাইবার যোগাযোগের উন্নয়নে বিরাট অগ্রগতি সাধন করেছে বলে তিনি এ পুরস্কার পান ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China