v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আফগানিস্তানে সৈন্য বাড়ানোর ব্যাপারে মার্কিন নীতি কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে
2009-10-07 17:37:22
    গত কয়েক দিনে আফগান পরিস্থিতি আবারো যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে । যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সৈন্য বাড়াবে কি না , সে বিষয়টি এখন একটি কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে । মংগলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের দুটি পার্টির নেতাদের সংগে আফগান নীতি নিয়ে আলোচনার সময় বলেছেন , এ বিষয়ে তিনি সতর্কতার সংগে সিদ্ধান্ত নেবেন । বিশ্লেষকরা বলেন , সৈন্য বাড়ানোর সমস্যা এখন ওবামা সরকারের আফগান নীতির মধ্যে একটি সবচেয়ে মাথাব্যাথার সমস্যায় পরিণত হয়েছে ।

    মংগলবার ওবামা বলেছেন , আফগান নীতির পর্যালোচনার সময় তিনি যুক্তরাষ্ট্রের সর্বাধিক স্বার্থের কথা বিবেচনা করবেন । তবে তিনি আশা করেন যে , কংগ্রেসের সদস্যরা তাদের আলোচনায় যুক্তরাষ্টের আফগান নীতির পরবর্তী পদক্ষেপের ওপর নজর রাখবে এবং আফগানিস্তানে সৈন্য বাড়াবে কি না , সে বিষয়ে তারা যেন বেশি তর্ক বিতর্ক না করেন । আলোচনায় অংশ নেয়া সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা হ্যারি রেইড বলেন , তিনি প্রেসিডেন্টের নেয়া যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবেন । অথচ ডেমোক্রেটিক পার্টির ভেতরে আফগানিস্তানে সৈন্য বাড়ানোর বিরোধিতার আওয়াজ এখনো কমে আসে নি । একই সময় যুক্তরাষ্ট্রের দুটি পার্টির ভেতরে এবং সরকারী ও বিরোধী দলের মধ্যেও এ বিষয়ে তুমূল তর্ক বিতর্ক চলছে ।

    ওবামা ক্ষমতাসীন হওয়ার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী কেন্দ্রবিন্দু ইরাক থেকে আফগানিস্তানে স্থানান্তর করা হয় । তার নীতির পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আফগানিস্তানে সৈন্য বাড়ানো , যাতে সম্পূর্ণাভাবে তালিবানদের উত্খাত করা যায় । তবে গত কয়েক মাসে আফগান যুদ্ধের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে । তালিবানরা একটানা অভিযান চালিয়েছে এবং এতে আরো বেশি সংখ্যক মার্কিন সৈন্য হতাহত হচ্ছে ।

    আফগান পরিস্থিতির অবনতির কারণে আফগানিস্তানে মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ও অন্য কয়েকজন কমান্ডার মার্কিন সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে আরো ৪০ হাজার সৈন্য পাঠানোর আবেদন জানিয়ে অনবরত হোয়াইট হাউসের ওপর চাপ প্রয়োগ করছে । তবে আরো বেশি সংখ্যক মার্কিন নাগরিক আফগান যুদ্ধ আর না চালানোর আহবান জানাচ্ছেন । সেপ্টেম্বর মাসের এক সর্বশেষ জনমতের জরীপে জানা গেছে , আফগান যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে মার্কিন সরকারকে সমর্থনকারী জনসাধারণের সংখ্যা এখন ৫০ শতাংশেরও কম ।

    বিশ্লেষকরা বলেন , যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সৈন্য বাড়ানোর সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যাবে কি না , তা বলা মুশকিল । বর্তমানে অধিক থেকে অধিকতর মার্কিন নাগরিক আফগান পরিস্থিতিকে সে সময়কার ইরাকের পরিস্থিতির সংগে তুলনা করছেন । তারা মনে করেন যে , মার্কিন বাহিনী আবারো দীর্ঘদিন ধরে যুদ্ধের অসুবিধাজনক অবস্থায় পড়বে । সে সময় বুশ সরকারও ইরাকে সৈন্য বাড়িয়েছেন , তবে কোনো আশাপ্রদ ফল হয় নি । ইরাকের তুলনায় আফগান পরিস্থিতি আলো অনেক জটিল । নিছক সৈন্য বাড়ানোর মাধ্যমে মৌলিকভাবে সন্ত্রাসবাদ নির্মূল করার ধারণা একেবারেই অবাস্তব ।

    বিভিন্ন গণ মাধ্যম লক্ষ্য করেছে যে , আফগান সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের সরকার ও সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে । এ অবস্থার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেইটস সোমবার বাধ্য হয়ে মার্কিন সামারিক ও সরকারী কর্মকর্তাদেরকে প্রকাশ্যে আফগান কৌশলের ওপর নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ না করার আহবান জানিয়েছেন । যাতে জনমতের বিশৃংখলা দেখা না দেয় ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China