v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের উত্তর কোরিয়া সফর
2009-10-06 20:12:02
    ৪ থেকে ৬ অক্টোবর পযর্ন্ত চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও উত্তর কোরিয়া সফর করেছেন। চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সফরসঙ্গী, চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি বলেছেন, প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের এবারকার উত্তর কোরিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বতর্মানে কোরীয় উপ দ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল। বতর্মানে কোরীয় উপ দ্বীপে পারমাণবিক অস্ত্র মুক্তকরণ বিষয়টি বিশ্ব সমাজের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও উত্তর কোরিয়া সফর করেন এবং দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী কর্মসূচীতে অংশ নেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি মনে করেন, এ থেকে সাব্যস্ত হয়েছে যে, চীন দু'দেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেয়।

    পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি বলেছেন, প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের এবারকার উত্তর কোরিয়া সফর দু'দেশের সুপ্রতিবেসীসুলভ সহযোগিতা তরান্বিত করার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, সফরকালে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইলসহ উত্তর কোরিয়ার উচ্চ পদস্থ  নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দু পক্ষ গত ৬০ বছরে দু'দেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া পর্যালোচনা এবং দু'দেশের সম্পর্কের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারন করেছে। দু'পক্ষ এক মত হয়েছে যে, চীন ও উত্তর কোরিয়ার মৈত্রী দু'দেশে প্রবীন বিপ্লবীদের নিজেদের তৈরী ও লালনপালন করা মৈত্রী। এ মৈত্রী দু'দেশের অভিন্ন মূল্যবান সম্পদ যা দু'দেশের জনগণের আশা-আকাংক্ষা ও মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দু'পক্ষ মনে করে যে, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর আলোকে পরস্পরকে সম্মান প্রদর্শন করার ভিত্তিতে উচ্চ পর্যায়ের সফর বিনিময় বজায় রাখা উচিত। এর পাশাপাশি দু'দেশের সুপ্রতিবেসীসুলভ সহযোগিতার সর্ম্পক যাতে এগিয়ে নিয়ে যাওযা যায় সে জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু'দেশের মধ্যে সমন্বয় জোরদার করা উচিত। ইতোমধ্যে দু'পক্ষের মধ্যে ধারাবাহিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    সফরকালে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জুং ইল এক সঙ্গে কোরীয় ভাষায় পরিবেশিত চীনের অপেরা " লাল ভবন" উপভোগ করেছেন। দুই নেতা চীন ও উত্তর কোরিয়ার মৈত্রী বর্ষের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তা ছাড়া, প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও চীন-উত্তর কোরিয়া মৈত্রী খামার পরিদর্শন করেছেন। পররাষ্ট্র মন্ত্রী ইয়াং কিম জুং ইল মনে করেন, এ সব তত্পরতা চমত্কার এবং সফল হয়েছে।

    কোরীয় উপ দ্বীপের পরমাণু কর্মসূচী প্রসঙ্গে , পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চে সি মনে করেন, প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের এবারকার সফর উপ দ্বীপে পারমাণবিক অস্ত্র বিমুক্তকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তিনি অবহিত করে বলেন, সফরকালে প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেছেন, কোরীয় উপ দ্বীপে পারমাণবিক অস্ত্র বিমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়ন করা, উপ দ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা উত্তর কোরিয়াসহ সংশ্লিষ্ট পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আলাপ আলোচনার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা যেমন বিশ্ব সম্প্রদায়ের আশা-আকাংক্ষা তেমনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী মিমাংসার একমাত্র পথ। চীন মনে করে, ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে উল্লেখিত লক্ষ্য বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন উত্তর কোরিয়াসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালাতে প্রস্তুত। চীন এ ব্যাপারে ইতিবাচক অবদান রাখতে ইচ্ছুক।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China