২০০৯ সালের নতুন অগ্রগামীদের বার্ষিক সম্মেলন অর্থাত ২০০৯ সালের দাভোস ফোরাম ১০ সেপ্টেম্বর উত্তর-পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের বিখ্যাত উপকূলীয় শহর তালিয়ানে শুরু হয়েছে । এ ফোরামের জন্যে উদ্যোক্তারা নিখুঁত ও সুষ্ঠুভাবে প্রস্তুতি নিয়েছে , নানা ধরণের আলোচ্যসূচীর ব্যবস্থা করেছে এবং বিশেষভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে চীনের উপাদান তুলে ধরেছে ।
সবাই ভালো আছেন তো । আমি এখন চীনের উপকূলীয় শহর তালিয়ানের বিশ্ব মেলা মহাচত্বর থেকে প্রতিবেদন পরিবেশন করছি । ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০০৯ সালের নতুন অগ্রগামীদের বার্ষিক সম্মেলন অর্থাত তৃতীয় গ্রীষ্মকালীন দাভোস ফোরাম যথাযোগ্য মর্যাদার সংগে এখানে অনুষ্ঠিত হচ্ছে । ৯ সেপ্টেম্বর সকালে চীন আন্তর্জাতিক বেতারের সরাসরি সম্প্রচার প্রতিবেদন গ্রুপের সদস্যরা সভাস্থল – তালিয়ান বিশ্ব মেলা মহাচত্বরে প্রবেশ করতে শুরু করেন । এ ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরা পর পর এখানে এসেছেন । আমরা দেখতে পেলাম , সভাস্থলের কর্মীরা শতব্যস্ততার মধ্যে রয়েছেন । সময়সূচী অনুসারে এবারের বার্ষিক সম্মেলনের কয়েকটি বিনিময়মূলক সভা ও বিশেষ বিশেষ বিষয়ের ওপর আলোচনা সভা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে ।
২০০৮ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক আর্থিক সংকটের কারণে বিশ্ব অর্থনীতি এখন গভীরভাবে অবনতিশীল অবস্থায় রয়েছে । এ বিশেষ পটভূমিকায় তালিয়ান পৌর সরকারের এবারের দাভোস ফোরাম আয়োজনের লক্ষ্য হচ্ছে , আলোচ্যবিষয়ের দিক থেকে গভীর সারগর্ভ এবং সরল ও মিতব্যয়মূলক অর্থনৈতিক মহলের মহা সম্মীলনীর আয়োজন করা এবং চীনের প্রভাবশালী শক্তি সম্প্রসারণ করা । আমরা লক্ষ্য করলাম , সভাস্থলের বিভিন্ন এলাকা ও সম্মেলন হলে সামগ্রিকভাবে যেমন সরলতা ও উদারতার পরিচয় পাওয়া যায় , তেমনি ভাবগাম্ভীর্য্যের ছাপও দেখা যায় । এ রকম পরিবেশ বিশ্বব্যাপী উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামের সংগে পুরোপুরিই সংগতিপূর্ণ বলে মনে হয় । সভাস্থালের সর্বত্রই আনুষ্ঠানিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিহিত সেবা কর্মী ও স্বেচ্ছাসেবক দেখতে পাওয়া যায় । জানা গেছে , এসব তরুণ স্বেচ্ছাসেবক স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী । তাদের অধিকাংশের ইংরেজীর মান চার থেকে ছয় ডিগ্রীর সমান সমান । পাশাপাশি তালিয়ান পৌর সরকার অন্য ছয়টি ভাষার তরুণ স্বেচ্ছাসেবকদেরও নিয়োগ করেছে । তাদের মধ্যে কেউ কেউ এমন কি নিপুণভাবে তিন থেকে চারটি ভাষা আয়ত্ত করেছে ।
এবারের গ্রীষ্মকালীন দাভোস ফোরামে বণার্ঢ্য সভা ও মত বিনিময়ের প্ল্যাটফর্ম ছিল বিশেষভাবে দেখার মত । সময়সূচীর মধ্যে পূর্ণাংগ অধিবেশন , বিশেষ বিশেষ বিষয়ের ওপর আলোচনা সভাসহ প্রথাগত সভার পাশাপাশি আলোচনা অবকাশ ও উদ্ভাবন গবেষণা কক্ষসহ নানা ধরণের মত বিনিময়ের সুন্দর ব্যবস্থা করা হয়েছে , যাতে এ ফোরামে অংশগ্রহণকারীরা নিজের নিজের শখ অনুযায়ী স্বাধীনভাবে এসব কর্মসূচীতে শামীল হতে পারেন । একই সময় চীনের উপাদানও এবারের বার্ষিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ দেখা বিষয় ছিল । এবারের বার্ষিক সম্মেলনের আলোচ্যসূচীতে কোনো কোনো আলোচনা সভা ও বির্তক সভায় চীনের বিষয় স্থান পেয়েছে । যেমন উদ্ভাবন গবেষণা কক্ষের চীনা বিশ্ববিদ্যালয় : সংকটের পরবর্তী চীন , চীনের আর্থিক শিল্পের ভবিষ্যত , চীনের সভ্যতা : সংস্কারের ইতিহাস , সারা বিশ্বে চীনের দেশীয় অর্থনীতির প্রবৃদ্ধির প্রভাব । এসব আলোচনা সভা ও বিতর্ক সভায় নিসন্দেহে চীনের উপাদান গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে । |