 উত্তর কোরিয়া সফর সাফল্যের সঙ্গে শেষ করে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৬ অক্টোম্বর সকালে বিশেষ বিমান যোগে পেইচিংয়ে ফিরে এসেছেন। সফরের সময় চীন ও উত্তর কোরিয়া দু'দেশের সম্পর্ক এবং কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে।
সফরকালে ওয়েন চিয়া পাও উত্তর কোরিয়ার লেবার পার্টির সাধারণ সম্পাদক ও প্রতিরক্ষামন্ত্রী কিম জং-ইল, উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়োং-নাম এবং প্রধানমন্ত্রী কিম ইয়োং-ইলের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক ও সাক্ষাত্ করেছেন।

চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ওয়েন চিয়া পাও এবারের উত্তর কোরিয়া সফর করেন। তিনি বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বংশানুক্রমে সম্প্রসারণ করা উচিত। চীন উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ, বাস্তব সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। যাতে দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে এগিয়ে যেতে পারে।
কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে উত্তর কোরিয়া বলেছে, কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ হচ্ছে চেয়ারম্যান কিম ইল-সুং'র সদিচ্ছা। উত্তর কোরিয়ার কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত লক্ষ্য পরিবর্তিত হয় নি। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এ দু'দেশের বৈরী সম্পর্ককে শান্তিপূর্ণ সম্পর্কে পরিণত হতে হবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বৈঠক অনুযায়ী ছ'পক্ষীয় বৈঠকসহ বহুপক্ষীয় বৈঠক করতে ইচ্ছুক। (ওয়াং তান হোং) |