পিপলস ডেইলী পত্রিকা ৫ই অক্টোবর এক নিবন্ধে বলেছে , নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান চীনের শক্তির প্রতিফলন করেছে ।
নিবন্ধে বলা হয়েছে , মানুষ দেখেছে , দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির পাশাপাশি চীন বিশ্বের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে । চীনা জাতির পুনরুদ্ধারের পথে আমাদের স্পষ্টভাবে উপলব্ধি করতে হয় , চীন এখনো বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ । চীনের শক্তির উন্নয়ন হচ্ছে । উন্নত দেশের তুলনায় অর্থনীতি হোক , প্রযুক্তি হোক , সব ক্ষেত্রেই আমাদের পার্থক্য রয়েছে । আমাদের উচিত ব্যাপকভাবে মানব জাতির সব সাংস্কৃতিক সফল শিখে চীনকে আরো শক্তিশালী করার জন্য চেষ্টা করা এবং নিজের পরিশ্রম ও নিরলস চেষ্টার মাধ্যমে মানব জাতির জন্য আরো বেশি নতুন অবদান রাখা । (শুয়েই ফেই ফেই) |