v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাতীয় দিবসের ছুটিতে চীনারা ভ্রমণের জন্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন
2009-10-05 18:12:11
    পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস আর ৩রা অক্টোবর চীনের ঐতিহ্যিক মধ্য শরত্ দিবস । দুটি উত্সব মিলিয়ে চীনারা মোট ৮ দিনের সরকারী ছুটি পেয়েছেন । এর আগে আর্থিক সংকট ও এ/ এইচ-১ এন-১ ফ্লুর প্রভাবে চীনের পর্যটকের সংখ্যা এক সময় হ্রাস পেয়েছিল , এ লম্বা ছুটির দিনে চীনের পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে ।

    এ বছর চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী । রাজধানী পেইচিংয়ে বিরাটাকারের কুচকাওয়াজ ও শোভাযাত্রা আয়োজিত হয়েছে । পেইচিংয়ের উত্সবমুখর পরিবেশ অনুভব করার জন্য বিদেশের ও চীনের অন্যান্য স্থানের পর্যটকরা পেইচিংয়ে এসেছেন । পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বর সুন্দরভাবে সাজানো হয়েছে। দেশবিদেশের পর্যটকরা থিয়েন আন মেন মহাচত্বরের ফুলে সাজানো গাড়ি , বার্ড নেস্ট ও ওয়াটার কিউবিকের মডেলের সামনে ছবি তুলেছেন । এক পরিসংখ্যান থেকে জানা গেছে , ২রা ও ৩রা অক্টোবর এ দু' দিনের প্রতিদিনই থিয়েন আন মেন মহাচত্বরে যাওয়া পর্যটক ও স্থানীয় নাগরিকের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে ।

    ৭৪ বছর বয়সী বৃদ্ধা কুয়াং লিং সু বিশেষভাবে পাঁচ-ছয় শ' কিলোমিটার দূরের সান সি প্রদেশ থেকে পেইচিংয়ে এসেছেন । তিনি সি আর আই সংবাদদাতাকে বলেন , এ বছর চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী । আমি বিশেষভাবে শানসি থেকে পেইচিংয়ে এসেছি । আমি বাসায় টি ভি থেকে কুচকাওয়াজ ও শোভাযাত্রার অনুষ্ঠান দেখেছি । থিয়েন আন মেন মহাচত্বর খুবই সুন্দর , আজ নিজের চোখে থিয়েন আন মেন মহাচত্বরের দৃশ্য দেখে আমি নিজেকে ধন্য মনে করি ।

    অল্প বয়সীদের মধ্যে অনেকে পেইচিংকে তাদের বিয়ে পরবর্তী ভ্রমনের গন্তব্যস্থান হিসেবে বেছে নিয়েছেন । কিছু দিন আগে থিয়েন চিং শহরের ৬০জোড়া যুবকযুবতী পেইচিংয়ে যৌথ বিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন । নববধু ওয়াং চিয়া সিং বলেন , দেশের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ও মধ্য শরত্ উত্সবের সময় যৌথ বিয়ে অনুষ্ঠানে অংশ নেয়া আমার জীবনের এক স্মরণীয় ব্যাপারে পরিণত হবে । এ আনন্দময় দিন আমি চিরদিন মনে রাখব । যৌথ বিয়ে অনুষ্ঠানের পর আমরা দেশের অন্য দর্শনীয় স্থানে যাবো ।

    জাতীয় দিবস ও মধ্য শরত্ উত্সব উপলক্ষে পেইচিংয়ে কুচকাওয়াজ ও শোভাযাত্রা ছাড়া আরো অনেক উদযাপনী কর্মসূচী গ্রহণ করা হয়েছে । পেইচিংয়ের পর্যটন ব্যুরোর মহাপরিচালক চান হুই কুয়াং বলৈন , জাতীয় দিবসের লম্বা ছুটির দিনে পেইচিংয়ের উপকন্ঠের সুন ই জেলায় আন্তর্জাতিক ফুল মেলা আর পেইচিংয়ের ছাও ইয়াং অঞ্চলে আন্তর্জাতিক পর্যটন উত্সব আয়োজন করা হয়েছে । ৬ ও ৭ অক্টোবর জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টে পেইচিংয়ে বিখ্যাত পরিচালক চান ই মৌ পরিচালিত গীতিনাট্য 'পোরান্তো' পরিবেশন করা হবে । তাছাড়া পেইচিংয়ের যাদুঘরগুলোতে শতাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

    পেইচিং ছাড়া চীনের অন্যান্য স্থানেও পর্যটকদের ভীড় জমে । পয়লা অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিব্বত দেশবিদেশের মোট এক লাখ ১০ হাজার পর্যটককে অর্ভ্যথনা করেছে । সিনচিয়াংয়ের উরুমুচি শহরে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল উত্সবের আগের চেয়ে দ্বিগুন বেশি । পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হান চৌ শহর পর্যটকদের আকর্ষণ করার জন্য তাদের মধ্যে ৫০ হাজার পর্যটন কুপন বিলি করেছে , পর্যটকরা এ কুপনের মাধ্যমে পর্যটন ক্ষেত্রের বেশি সুযোগসুবিধা ভোগ করতে পারবেন ।

    জাতীয় দিবসের লম্বা ছুটির সুযোগে অনেক চীনা বিদেশ ভ্রমনেরও সিদ্ধান্ত নিয়েছেন । এবার প্রায় ৬০ লাখ মানুষ বিদেশ ভ্রমণে গিয়েছেন । চীনের পর্যটন গবেষণাগারের অনুমান অনুযায়ী এবারের জাতীয় দিবসের লম্বা ছুটিতে ২০ কোটি মানুষ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করবেন, এটা গত বছরের জাতীয় দিবসের চেয়ে ১৩ শতাংশ বেশি । এবার পর্যটন শিল্পের আয় ১০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে , এটা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China