v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পরমাণু জ্বালানী কারখানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনে ইরান রাজী
2009-10-06 20:45:18
২৫শে অক্টোবর ইরানের দ্বিতীয় পরমাণু জ্বালানী কারখানায় আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের জন্য ইরান রাজী হয়েছে । ইরান সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাসচিব মোহামেদ এল বারাদেই ৪ঠা অক্টোবর এ কথা জানিয়েছেন ।

৩রা অক্টোবর সন্ধ্যায় বারাদেই তেহরান পৌঁছে ইরান সফর শুরু করেন । তার এবারের সফরের উদ্দেশ্য ইরানের পরমাণু বিষয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা । ৪ঠা অক্টোবর বারাদেই যথাক্রমে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং ইরানের ভাইস প্রেসিডেন্ট আলি আকবর সালেহির সঙ্গে বৈঠক করেছেন । এর পর তিনি ও সালেহির যৌথ উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সালেহি বলেন , বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে । বারাদেইও বলেন , ইরানের সঙ্গে তার বৈঠকে অগ্রগতি অর্জিত হয়েছে । ২৫ শে অক্টোবর ইরানের ধর্মীয় পবিত্র নগর কোমে অবস্থিত দ্বিতীয় পরমাণু জ্বালানী কারখানায় আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের জন্য ইরান রাজী হয়েছে । বারাদেই বলেন , এ নতুন পরমাণু ব্যবস্থায় পরিদর্শকদের পাঠানোর দরকার আছে । যাতে শান্তিপূর্ণ উপায়ে এ পরমাণু ব্যবস্থা ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা যায় । তিনি সঙ্গে সঙ্গে বলেন , পরিদর্শকরা পরমাণু অন্ত্রের বিস্তার রোধ চুক্তি অনুযায়ী এ কাজ সম্পন্ন করবেন ।

২৫শে সেপ্টেম্বর ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান সালেহি ঘোষণা করেন , ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণের জন্য ইরানে দ্বিতীয় পরমাণু জ্বালানী কারখানা নির্মাণ করা হচ্ছে । ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে , এ পরমাণু ব্যবস্থার নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সাল থেকে । ইরানের ধর্মীয় পবিত্র নগর কোমের ৫০ কিলোমিটার দক্ষিণে ফরডো নামে একটি গ্রামে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে । বিমান বিধ্বংসের দিক থেকে ফরডো সামরিক ঘাঁটি নাতান্জ পরমাণু ব্যবস্থার চেয়ে অনেক উন্নত । পাশ্চাত্য দেশগুলো ফরডো পরমাণু ব্যবস্থার সামরিক কার্যকরীতার ক্ষেত্রে খুব বিবেচিত । ইরানের কর্মকর্তারা বলেন , এ কারখানার নির্মাণকাজ শুরু হয় জর্জ ডাব্লিউ বুশের আমলে । তখন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হুমকীর সম্মুখীন হচ্ছিল । নাতান্জ পরমাণু ব্যবস্থা হামলার শিকার হলে পরমাণু তত্পরতা অব্যাহত রাখার জন্য ফরডো পরমাণু কারখানা ব্যবহারের ব্যাপারে ইরানের ক্ষমতা নিশ্চিত করা দরকার ।

বর্তমানে ফরডো পরমাণু জ্বালানী কারখানার অবকাঠামো ব্যবস্থার নির্মাণকাজ মোটামুটি সম্পন্ন হয়েছে । কিন্তু ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণের জন্য সেন্ট্রিফিউগ্যাল মেশিন এখনো বসানো হয় নি । খবরে প্রকাশ , ফরডো পরমাণু ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর সেন্ট্রিফিউগ্যাল মেশিন বসানোর সংখ্যা নাতাঞ্জ পরমাণু ব্যবস্থার চেয়ে অনেক কম । বর্তমানে ইরানের নাতাঞ্জ পরমাণু ব্যবস্থায় প্রায় ৭ হাজারটি সিন্ট্রিফিউগ্যাল মেশিন বসানো হয়েছে । এ ছাড়াও ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে পাঠানো একটি চিঠিতে বলেছে , নাতাঞ্জ পরমাণু ব্যবস্থার মতো ফরডো পরমাণু কারখানার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের ঘনত্ব ৫ শতাংশেরও কম হবে ।

৪ঠা অক্টোবর বারাদেইয়ের সঙ্গে ইরানের বৈঠককে ইরানের ইতিবাচক দৃষ্টিভংগী বলে বিবেচিত করা হয়েছে । পরমাণু বিষয়ে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতা ও স্বচ্ছতা প্রকাশের জন্য ইরানকে বারাদেই স্বাগত জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোন্সও বলেন , ইতিবাচক ও সহযোগী সংকেতের জন্য ইরানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে ।

কিন্তু জনমত মনে করে যে , ইরান ৪ঠা অক্টোবর যে নতি স্বীকার করেছে , তা ইরানের পরমাণু সমস্যা সমাধানের চেয়ে অনেক কম । ইরানের পরমাণু বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ৬টি দেশ ও ইরানের মধ্যে অনেক অমীমাংশিত সমস্যা রয়েছে । প্রযুক্তিগত দিক থেকে বেশ কিছু সমস্যা সমাধানের প্রয়োজন । যেমন যদিও পরমাণু ব্যবস্থায় আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের জন্য ইরান রাজী হয়েছে , কিন্তু সব পরমাণু ব্যবস্থায় তাদের অবাধে পরিদর্শনের জন্য ইরান রাজী হয় নি । আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ রিপোর্টে বলা হয় , বর্তমানে বেশ কিছু বিষয়ে ইরানের ব্যাখ্যা করা দরকার ।

(থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China