v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাতীয় দিবসের প্রথম তিন দিন ছুটিতে চীনের বিভিন্ন অঞ্চলের বাজারের ব্যবসা ভালো
2009-10-04 20:39:48

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১ অক্টোবর জাতীয় দিবস ছুটির প্রথম তিন দিন চীনের বিভিন্ন অঞ্চলের বাজার সমৃদ্ধ হয়ে ভালো বিক্রি হয়েছে। চীনের এক হাজারটি গুরুত্বপূর্ণ খুচরা-বিক্রি শিল্পপ্রতিষ্ঠানের বিক্রির মূল্য ১৪ বিলিয়ন ইউয়ান রেনমিনপি হয়েছে। এতে গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। এর মধ্যে ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, সোনা, রুপা ও মুক্তার অলংকার, শরত্কাল ও শীতকালের পোশাক, প্রধান ও পার্শ্বখাদ্য আর মোটর গাড়ির বিক্রির পরিস্থিতি খুব ভালো।

'পুরনো পণ্য দিয়ে নতুন পণ্য বদলানো'সহ অনুকূল নীতির সাহায্যে জাতীয় দিবসের ছুটিতে চীনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বাজারে খুব ভালো ব্যবসা হয়েছে। বিশেষ করে অতি-স্বচ্ছ টেলিভিশন, দু'দ্বার রেফ্রিজারেটর, জ্বালানি সাশ্রয় এয়ার-কন্ডিশনার ও তৃতীয় প্রজন্মের মোবাইফোনসহ মাঝারি ও উচ্চ পর্যায়ের ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর বিক্রয় খুব ভালো। কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকানের বিক্রির মূল্য অনুরূপ সময়ের ৯০ শতাংশেরও বেশি হয়েছে।

তা ছাড়া জাতীয় দিবসের ছুটির প্রথম তিন দিনে চীনের বিভিন্ন অঞ্চলে খাদ্য, ভোজ্য তেল, মাংস, ডিম ও শাকশব্জিসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য বাজার সরবরাহ পর্যাপ্ত এবং দামও স্থিতিশীল। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China