আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২১তম পূর্ণাংগ অধিবেশন ২ অক্টোবর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০১৬ সালের গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস আয়োজনের দেশ নির্বাচন করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনারিও চূড়ান্ত দফার ভোটের মাধ্যমে জয় লাভ করেছে। এ শহর অলিম্পিক গেমস আয়োজনের অনুমতি পাওয়া দক্ষিণ আমেরিকার প্রথম শহর।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিকাগো, জাপানের টোকিও, স্পেনের মাদ্রিদ ও ব্রাজিলের রিও ডি জেনারিও ছিল এবারের অলিম্পিক আয়োজনের চারটি প্রার্থী শহর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকুয়েস রগ অবশেষে রিও ডি জেনারিওর নাম ঘোষণা করেন। (১)
আমি সৌভাগ্য বলি, রিও ডি জেনারিও হচ্ছে ৩১তম অলিম্পিক গেমস আয়োজনের শহর। |