v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আন্তর্জাতিক সম্প্রদায় চীনের ৬০তম জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানের উচ্চ মূল্যায়ন করেছে
2009-10-02 18:23:12
    চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পয়লা অক্টোবর পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বরে একটি আড়ম্বরপূর্ণ উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে কুচকাওয়াজ , শোভাযাত্রা ও প্রেসিডেন্ট হু চিন থাওয়ের গুরুত্বপূর্ণ ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে । বিভিন্ন দেশে সি আর আই সংবাদদাতা বিভিন্ন দেশের প্রতিক্রিয়া সম্পর্কিত রিপোর্ট পাঠিয়েছেন ।

    প্রতিবেশী জাপানে ' আশাহি শিম্বুন ' ও ' ইউমিউরি সিম্বুন 'সহ প্রধান প্রধান পত্রিকায় চীনের কুচকাওয়াজ ও প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণের খবর ছাপানো হয়েছে । জাপানে সি আর আই সংবাদদাতা চান কো ছিং বলেন , ' আশাহি শিম্বুনের' রিপোর্টে বলা হয়েছে , দীর্ঘ দশ বছর পর চীন পেইচিংয়ে চীনের বৃহতম কুচকাওয়াকে অনুষ্ঠান করেছে । চীন কুচকাওয়াজে সবচেয়ে উন্নত ক্ষেপনাস্ত্র ও জঙ্গী বিমান প্রদর্শন করে চীনের সেনাবাহিনীর সরঞ্জামের আধুনিকীকরন বাস্তবায়নের সাফল্য দেখিয়েছে । সানকেই সিম্বুনের রিপোর্টে বলা হয়েছে , প্রেসিডেন্ট হু চিন থাও তার ভাষণে চীনা জাতির নবোত্থানের জন্য জাতীয় শক্তি বৃদ্ধি ও এক সুষম সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার কথা জোরের সঙ্গে উল্লেখ করেছেন ।

    চীনের অন্য প্রতিবেশী দেশ—দক্ষিণ কোরিয়ার প্রধান প্রধান তথ্য মাধ্যম ২ অক্টোবর চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের রিপোর্ট প্রকাশ করেছে । দক্ষিণ কোরিয়ায় সি আর আইয়ের   সংবাদদাতা চান লিং বলেন , কুচকাওয়াজে চীন প্রথম বারের মতো নিজের তৈরী ৫২ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করেছে । চীনের উদযাপনী অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে ।

    ভারতে চীনা জনগণের সঙ্গে চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য ভারতের কিছু বন্ধুভাবাপন্ন মানুষ কষ্ট করে ইন্টারনেট থেকে চীনের কুচকাওয়াজ ও প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণের খবর সংগ্রহ করেছেন । ভারত-চীন মৈত্রী সমিতির সদস্য এস টিয়াকি বলেন , যদিও ভারতের তথ্য মাধ্যমগুলো চীনের কুচকাওয়াজের খবর প্রকাশ করে নি , তবুও তিনি ইন্টার নেট থেকে এ সব তথ্য সংগ্রহ করেছেন । তিনি মনে করেন , চীনের শক্তিশালী সেনাবাহিনী বিশ্বশান্তি রক্ষার একটি শক্তি । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণে চীনের ৬০ বছরের গতিপথের সারসংকলন করে চীনের ভবিষ্যত উন্নয়নের পথ দেখানো হয়েছে ।

     পয়লা অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান তথ্যমাধ্যমগুলোতেও চীনের জাতীয় দিবস উদযাপনের কর্মসূচীর খবর প্রকাশিত হয়েছে । যুক্তরাষ্ট্রে সি আর আই সংবাদদাতা হান শু বলেন , যুক্তরাষ্ট্রের বৃহতম বার্তাসংস্থা এ পি মনে করে , আড়ম্বরপূর্ণ উদযাপনী অনুষ্ঠানের মাধ্যমে চীন বিশ্বকে এ কথা জানিয়েছে যে চীনে আমূল পরিবর্তন ঘটেছে , চীন এক দরিদ্র দেশ থেকে বিশ্বের তৃতীয় বৃহতম অর্থনৈতিক শক্তিধর দেশে পরিণত হয়েছে । চীনের উচিত বৈশ্বিক আর্থিক সংকট মোকাবিলা ও ইরানের পরমাণু সমস্যাসহ বিভিন্ন আঞ্চলিক উত্তেজনাপূর্ণ সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ।

    ইউরোপে রাশিয়ার প্রধান প্রধান তথ্য মাধ্যম পয়লা অক্টোবর চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের খবর প্রকাশ করেছে । রাশিয়া বার্তা সংস্থার এক ভাষ্যকারের প্রবন্ধে বলা হয়েছে , চীন অদূর ভবিষ্যতে বিশ্বের প্রথম অর্থনৈতিক গোষ্ঠীতে পরিণত হবে ।

     বৃটেনের রয়টার বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে , পয়লা অক্টোবর কুচকাওয়াজে পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বর উন্নত প্রযুক্তি প্রদর্শনের একটি মঞ্চে পরিণত হয়েছে । জার্মানী বার্তা সংস্থার পয়লা অক্টোবরের রিপোর্টে বলা হয়েছে , দেশের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য চীন ইতিহাসের বৃহত্তম কুচকাওয়াজের আয়োজন করেছে । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও তার ভাষণে বলেছেন , চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালাবে ।

    তা ছাড়া ইতালি , পোল্যান্ড , ইসলাইল , কাতার , মিসর , অষ্ট্রেলিয়া ,মেক্সিকো ও আর্জেন্টিনার পত্রপত্রিকায় চীনের জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানের রিপোর্ট প্রকাশিত হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China