v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন যত উন্নতই হোক , উন্নয়নশীল দেশের বন্ধুদের ভুলবে না: চিয়াং ইউ
2009-10-01 20:45:56
৫৩টি উন্নয়নশীল দেশ থেকে চীনে আসা এক শ' ৮০জনেরও বেশি সাংবাদিক পয়লা অক্টোবর ভোরে থিয়ান আন মেন মহাচত্বরের উত্তরে স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ মন্ঞ্চে বসেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ সি আর আই সাংবাদিককে বলেন, চীন যত উন্নতই হোক, উন্নয়নশীল দেশের বন্ধুদের ভুলবে না । চীন আশা করে, তাদের সংগে জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানের আনন্দ ও খুশি একসংগে উপভোগ করবে।

চিয়াং ইউ বর্ণনা করেন যে, উন্নয়নশীল দেশের সাংবাদিকদের চারটি দলে বিভক্ত করা হয়েছে। তারা হচ্ছে নিকটবর্তী দেশের সাংবাদিক দল, আফ্রিকা সাংবাদিক দল, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা সাংবাদিক দল এবং ল্যাটিন আমেরিকার সাংবাদিক দল। চীন আশা করে তাদের আরো সাহায্য এবং সহযোগিতা দেবে। যাতে তারা আরো সুষ্ঠুভাবে চীনকে জানতে পারে। এ ছাড়া ,চীন বিনয়ের মনভাব পোষন করে তাদের সংগে ভবিষ্যতে আরো আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করবে। (আকাশ)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China