 পয়লা অক্টোবর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জাতি ও মহলের জনগণ সুন্দর কাপড় পড়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান ও কুচকাওয়াজ দেখেছেন। বিভিন্ন জাতির লোকজন গান ও নৃত্যের মাধ্যমে চীনের ৬০তম বার্ষিকী উদযাপন করেছে।
সকালে নয়টায় সুন্দর লাসা শহরের পোতালা ভবন চত্বরে বিভিন্ন জাতির লোকজন পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টি কমিটির স্থায়ী সদস্য, লাসা শহরের মেয়র চিন ই জি বলেছেন, ৬০ বছরে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বধীন তিব্বত শান্তিপূর্ণ মুক্তি, গণতান্ত্রিক সংস্কার, সমাজতন্ত্র নির্মাণ এবং সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় উন্নতি লাভ করেছে।

লাসা শহরের ছেংকুয়ান এলাকার এজিয়েথাং পাড়া কমিটির একজন বৃদ্ধা চিউ জেং বলেছেন, আজ চীনের খুশির দিন। কুচকাওয়াজ দেখার পর আমি খুব আনন্দিত।(লিলু) |