পয়লা অক্টোবর নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও শোভাযাত্রা জাপানের সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছে। চীনের কুচকাওয়াজের ওপর আসাহি শিনবুন, ইউমিউরি শিনবুন, টোকিও শিনবুন, মাইনিছি শিনবুন ও সানকেই শিনবুন পত্রিকা এবং জাপানের কিওতো সুশিনসায়সহ জাপানের প্রধান সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করেছে।
আসাহি শিনবুন পত্রিকা বলেছে, দশ বছর পর চীন পেইচিংয়ে বৃহত্তম কুচকাওয়াজ অনুষ্ঠান করেছে। চীন তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও জঙ্গী বিমান বিশ্বে প্রদর্শন করেছে। এসব চীনের বাহিনীর আধুনিক সাজ-সরঞ্জাম থাকার প্রতীক।
সানকেই শিনবুন পত্রিকা বিশেষভাবে প্রকাশ করেছে যে, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ভাষণে বলেছেন, চীনকে চাংগা করে তোলার জন্য দেশের সার্বিক রাষ্ট্রীয় শক্তি জোরদার করা প্রয়োজন। এর পাশাপাশি চীন সুষম সমাজতান্ত্রিক দেশ গড়ে তুলবে।(লিলু) |