v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে হু চিন থাও ভাষণ দিয়েছেন
2009-10-01 12:59:53

    চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান পয়লা অক্টোবর পেইচিংয়ের থিয়েন আন মেন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট , চীনের কেন্দ্রীয় সেনাবাহিনী কমিটির চেয়ারম্যান হু চিন থাও এ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, চীনের জনগণ নিজের দেশকে ভালোভাবে নির্মাণ ও বিশ্বের জন্য নিজের অবদান রাখার ব্যাপারে আস্থাবান।

    তিনি বলেছেন, নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে চীনের জনগণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং বিশ্বকে তাক লাগানোর মত সাফল্য অর্জন করেছে। পরবর্তীতে চীন বিশেষ সমাজতন্ত্রের পথ দৃঢ়ভাবে অনুসরণ করবে, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি অব্যাহতভাবে বাস্তবায়ন করবে, বিজ্ঞানসম্মত উন্নয়ন, সুষম সমাজ এবং সচ্ছল সমাজ সার্বিকভাবে নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। চীন এক দেশে দু'ধরণের সমাজ ব্যবস্থা অব্যাহতভাবে অনুসরণ করবে, হংকং ও ম্যাকাও'র দীর্ঘদিনের সমৃদ্ধ ও স্থিতিশীলতা বজায় রাখবে, তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক শান্তিপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করবে। যাতে চীনের পুরোপুরি ঐক্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানো যায়।

    তিনি আরো বলেছেন, চীন স্বাধীন ও শান্তিমূলক পররাষ্ট্র নীতি ,শান্তিপূর্ণ উন্নয়নের পথ, পরস্পরের উপকারিতামূলক ও উভয় পক্ষের জন্যই কল্যাণকর কৌশল অব্যাহতভাবে অনুসরণ করবে। শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নত করবে এবং দীর্ঘদিনের শান্তি ও অভিন্ন সমৃদ্ধি সুষম বিশ্ব প্রতিষ্ঠার কাজে ত্বরান্বিত করবে।(লিলু)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China