সেনাসহ বহু বিশেষ বাহিনী জাতীয় দিবসের কুচকাওয়াজে প্রথম বারের মত নৈপুণ্য প্রদর্শন করেছে |
চীনের স্থল ,বিমান বাহিনীর বিশেষ সৈনিক ও সশস্ত্র পুলিশের সাজোঁয়াগাড়ীর চৌকস দলসহ বহু পেশাদার বাহিনী পয়লা অক্টোবর জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথম বারের মত তাদের নৈপুন্য প্রদর্শন করেছে। এটি চীনের বিভিন্ন বাহিনীর পেশাগত মান আরো উচুঁ এবং বিভিন্ন হুমকি মোকাবিলা ও বৈচিত্র্যময় সামরিক দায়িত্ব সম্পন্ন হওয়ার সামর্থ্য উন্নত করার প্রতীক।(লিলু) |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
 |
|