v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী সম্মেলন শুরু
2009-10-01 10:40:26

চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন সম্প্রদায় চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী সম্মেলন ১ অক্টোবর পেইচিংয়ের থিয়েন-আন-মেন মহাচত্বরে অনুষ্ঠিত হয়েছে। হু চিন থাও, চিয়াং ছে মিন, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন পিং, লি কে ছিয়াং, হো কুও ছিয়াং ও চৌ ইয়ো খাংসহ পার্টি ও দেশের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ভাষণের পর মহাসমারোহে কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্র অনুষ্ঠিত হবে।

এ দিন রাতে থিয়েন-আন-মেন মহাচত্বরে ৫০ লাখেরও বেশি লোকজনের অংশগ্রহণে বিরাট আকারের মহাসম্মিলনী ও ৩০ মিনিটের আতশবাজির পরিবেশনা অনুষ্ঠিত হবে।

চীন আন্তর্জাতিক বেতারের বৈদেশিক ও দেশের বেতার অনুষ্ঠান, বিদেশের এফ এম রেডিও, অনলাইন ভিডিওসহ নানা পদ্ধতিতে এবারের জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China