৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রায় যোগ দেয়ার ৬০টি ভাসমান লাইনের প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে |
 পয়লা অক্টোবর সকালে নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে শোভাযাত্রায় যোগ দেয়ার ৬০টি ভাসমান পেইচিংয়ের পূর্ব ছাং আন সড়কে ধাপে ধাপে চলেছে। এ ৬০টি ভাসমান লাইনের নৈতিক উপদেশ হল চীনের ৬০তম বার্ষিকী , চীনের বিভিন্ন খাত এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ চীনের বিভিন্ন প্রদেশের উন্নয়নের প্রতিফলন। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
 |
|