 তিন গিরিখাত জল প্রকল্পের বাস্তবায়ন চীনা জনগণের শতবর্ষের স্বপ্ন । চীনের কমিউনিষ্ট পার্টি ও চীন সরকারের সঠিক নেতৃত্বে ১৭ বছর ধরে লক্ষ লক্ষ প্রকৌশলী ও শ্রমিকের কঠোর পরিশ্রমের সুবাদে পৃথিবীর এ বৃহত্তম জল প্রকল্পের নির্মানকাজ এ বছরের মধ্যেই পুরোপুরি সম্পন্ন হবে ।
গিরিখাত জল প্রকল্প চীনের ইয়াংজি নদী সংস্কার ও উন্নয়নের ব্যাপারে একটি প্রধান প্রকল্প । তিন গিরিখাত জল প্রকল্প বন্যা প্রতিরোধ ,বিদ্যুত উত্পাদন ,পরিস্কার পানি সরবরাহ এবং পরিবেশ সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।
এ গিরিখাত জল প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে চিয়াং হান সমতলভূমি ও তংথিং হ্রদের চারদিকের ৩৮ লক্ষ একর কৃষি জমি ও দেড় কোটি মানুষ বন্যার কবল থেকে মুক্তি পাবে ।
তিনগিরিখাত জলাধারে ইতোমধ্যেই ২২১০ কোটি ঘনমিটার পানি জমা হয়েছে ।
তিন গিরিখাত জল প্রকল্পের কল্যাণে ভয়ংকর বন্যার পানি জলাধারে আটকে পড়ে পরিস্কার শক্তি উত্পাদনের কাজে ব্যবহার করা সম্ভব হয়েছে । তিন গিরিখাত সাধারণ কোম্পানির জেনারেল ম্যানেজার লি ইয়ং আন সাংবাদিকদের জানিয়েছেন ,২০০৩ সালে তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রের প্রথম জেনারেটরের বিদ্যুত উত্পাদন শুরু হয় ।তখন থেকে আজ পর্যন্ত ৩৪হাজার কোটি কিলোওয়াট বিদ্যুত উত্পাদিত হয়েছে । চলতি বছরের শেষ দিকে উত্পাদিত বিদ্যুতের পরিমান৩৭ হাজার কোটি কিলোওয়াটে পৌঁছতে পারবে।
তিনগিরিখাত জলাধারের পানির উচ্চতা বৃদ্ধির ফলে এখন হুপেই প্রদেশের ই ছাং থেকে কেন্দ্র শাসিত ছংছিং শহর পর্যন্ত ৬৬০ কিলোমিটার দীর্ঘ নৌপথে দশ হাজার টনী জাহাজ আসা-যাওয়া করতে পারছে । |