 নয়াচীন প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিভিন্ন দেশে চীনা দূতাবাসের সম্বর্ধনানুষ্ঠান আয়োজিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি দল এবং ইতালি, ভারত, ইরান, মিসর ও কাজাখস্তানে চীনা দূতাবাস সম্বর্ধনানুষ্ঠানের আয়োজন করেছে। এ সব অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতরা অতিথিদের নয়াচীন প্রতিষ্ঠার ৬০ বছরের গতিপথ এবং চীনের আমূল পরিবর্তন বর্ণনা করেছেন। চীনের আধুনিকীকরন গঠন কাজকে যারা সমর্থন করেছেন , চীনা রাষ্ট্রদূতরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
জাতিসংঘের মহা সচিব বান কিন মুন, ৬৪তম জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান আলি আবদুসসালাম ত্রেকি, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক নীতি কমিশনের চেয়ারমান আলায়েদ্দিন বোরোউজারদি , কাজাখস্তানের উচ্চ কক্ষের প্রধান কাসিম জোমার্ট তোকায়েভ এবং মিসরের পার্লামেন্টের প্রধান আহমদ ফাতি সরোয়ার সংশ্লিষ্ট সম্বর্ধনানুষ্ঠানে অংশ নেন। অতিথিরা নয়াচীন প্রতিষ্ঠার ৬০ বছরে অর্জিত ব্যাপক সাফল্যের উচ্চ প্রশংসা করে চীনের সমৃদ্ধির মঙ্গল কামনা করেছেন। তারা আশা করেন চীনের সাফল্য বিশ্বের শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে আরো বেশি অবদান রাখবে। (আকাশ)
1 2 3 4 5 |