পয়লা অক্টোবর নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান পেইচিং থিয়েন আন মেন চত্বরে অনুষ্ঠিত হবে। বর্তমানে উদযাপনী অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।
এ/এইচ-১ এন-১ ফ্লু'র প্রকোপ সম্প্রসারণ প্রতিরোধের জন্য চীনের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ মন্ত্রণালয় জাতীয় দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বেশির ভাগ লোককে চীনের তৈরির এ/এইচ-১ এন-১ ফ্লু'র প্রতিষেধক টিকা দিয়েছে।
তাছাড়া, আবহাওয়া, পরিবহন, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়েও বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। যাতে উদযাপনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে চালানো নিশ্চিত করা যায়।(লিলু) |