চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাং ৩০ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন বিশ্ব জলবায়ুর পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বৈজ্ঞানিক প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।
এ দিন জাতীয় তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ওয়ান কাং বলেন, চীন সক্রিয়ভাবে জলবায়ুর পরিবর্তান সম্পর্কিত ধারাবাহিক আন্তর্জাতিক তত্পরতায় অংশ নিয়েছে এবং নিজের অবদান রাখার চেষ্টা করেছে। চীন জলবায়ুর পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিশেষ অভিযান কার্যকর করেছে এবং এ বিষয়ের বৈজ্ঞানিক গবেষণা, গ্রীনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের গতি হ্রাস করার প্রযুক্তির উন্নয়ন ও সংশ্লিষ্ট নীতির গবেষণা কাজ জোরদার করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |