v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের বিভিন্ন স্থান জাতিয় দিবস উদযাপনের বিচিত্র কর্মসূচী নিচ্ছে
2009-09-30 18:19:02
    পয়লা অক্টোবর নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী । চীনের বিভিন্ন স্থানের জনসাধারণ নানা কর্মসূচী গ্রহণ করে মাতৃভূমির জন্মবার্ষিকী উদযাপন করছেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী আয়োজন ছাড়া স্বহস্তে উপহার তৈরী করে মাতৃভূমির সমৃদ্ধি কামনা করেন ।

    পেইচিংয়ের প্রধান রাস্তা –ছাং আন রোড ও অন্যান্য রাস্তার মোড়ে সুন্দর সুন্দর ফুলের টবে সাজানো হয়েছে , অনেক রাস্তার দুপাশে লাল লন্ঠন টাঙানো হয়েছে । ওয়াং ফু চিং ও সি তাং প্রভৃতি বাণিজ্যিক অঞ্চলের বিভাগীয় বিপনী ও দোকানগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে । দোকানগুলোর কর্মীরা প্রচুর পণ্যদ্রব্য সাজিয়ে জাতীয় দিবসের লম্বা ছুটিতে নাগরিকদের স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন ।

    ১ অক্টোবর পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বরে যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াচ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে । শোভাযাত্রার দলে একজন সদস্য হিসেবে পেইচিংয়ের এক মাধ্যমিক স্কুলের ছাত্র চাং ইং আনন্দের সঙ্গে বলেছেন , আমি পয়লা অক্টোবরের শোভাযাত্রায় অংশ নেবো । এ জন্য আমি গর্ববোধ করি । ৩০সেপ্টেম্বর রাতে আমি নিশ্চিন্তভাবে ঘুমাতে পারবো না। দেশের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নেয়ার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই এক গৌরবের ব্যাপার ।

    উত্তর পশ্চিত চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জাতির জনসাধারণ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নাচ গান , কবিতা আবৃত্তি অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী আয়োজন করে মাতৃভূমির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন । উরুমুচির ৫ জুলাইয়ের ঘটনার পর সিনচিয়াংয়ের সংগীতবিদরা ' একই পরিবারের সদস্য 'নামে একটি গান রচনা করেছেন । জাতীয় দিবসের প্রাক্কালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনসাধারণ হান , উইগুর ও কাজাক জাতির ভাষা দিয়ে এ গান গেয়েছেন । এটা একটি ঐক্যের গান , সংখ্যালঘু জাতির জনসাধারণ এ গানে চীনের সকল জাতির ঐক্য জোরদার করার আকাংখা প্রকাশ করেছেন ।

    অন্তর্মঙ্গোলিয়ার তৃণভূমির মঙ্গলীয় জাতির বৃদ্ধা সেবুলেমা ছয় মাস ধরে দুই সেট মঙ্গলীয় জাতির ঐতিহ্যিক পোশাক সেলাই করেছেন । পোশাক দু'টির বুকে তিনি চীনের প্রতীক এবং দুই পাশে লাল সুতা দিয়ে মাতৃভূমি মাতার সুখশান্তির কথা সেলাই করেছেন । সেবুলেমা বলেন , চীনের কমিউনিষ্ট পার্টির নির্ভুল নীতির কল্যানে আমাদের জীবন দিন দিন উন্নত হচ্ছে। এ জন্য আমি আনন্দিত । মনের আনন্দ প্রকাশের জন্য মাতৃভূমির ৬০তম জন্মবার্ষিকীর সময় আমি এ দু সেট পোশাক তৈরী করেছি । আশা করি মাতৃভূমির বিভিন্ন জাতির ঐক্য আরো ঘনিষ্ঠ হবে , আমাদের দেশ আরো শক্তিশালী ও সমৃদ্ধ হবে ।

    হু নান প্রদেশের ছাং শা শহরের নাগরিকরা নিজের হাতে একটি বড় আকারের জাতীয় পতাকা সেলাই করেছেন । এ পতাকার দৈর্ঘ্য ২.১৪ মিটার , উচ্চতা ১.৪ মিটার । পতাকাটির দুই দিকেই পাঁচটি তারকা রয়েছে । ছাং শা শহরের ৬০জন এক বছর থেকে ৬০ বছর বয়সের নাগরিক সেলাইয়ের কাজে অংশ নিয়েছেন । ছোট বাচ্চারা সেলাই কর্মীর সাহায্যে এ কাজে অংশ নিয়েছে । এ মূল্যবান উপহার চীনের বিপ্লবী ইতিহাস যাদুঘরে সংরক্ষিত হবে ।

    চীনাদের ঐতিহ্যিক উত্সবের সময় মাংসের পুর দেয়া ডামপ্লিং খাওয়ার অভ্যস আছে । নিন সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইং ছুয়ানের ছিনসান আবাসিক কমিউনিটির নাগরিকরা একসঙ্গে ডামপ্লিং তৈরী করে জাতীয় দিবস উদযাপন করেন । হুই ও হান জাতির অধিবাসীরা একসঙ্গে ২০০৯টি ডামপ্লিং তৈরী করে মাতৃভূমিকে জন্মদিনের অভিনন্দন জানায় । এ কমিউনিটির নাগরিক লি লি হুয়া বলেন , ( রেকর্ডিং ৩ ) আমরা এক সঙ্গে ডামপ্লিং তৈরী করে দেশের জাতীয় দিবস উদযাপন করছি । সবাই খুব খুশি , কারণ আমরা যেন একটি বড় পরিবারের সদস্য । কয়েক দিন পর চীনের ঐতিহ্যিক মধ্য শরত দিবস হবে , এটা মিলনের উত্সব । আমরা এখানে একসঙ্গে মিলে দুটি উত্সব উদযাপন করছি ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China