চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে কিছু দিন আগে ৮২ বছর বয়সী চীনের বিখ্যাত কণ্ঠ শিল্পী ও কণ্ঠসঙ্গীত শিক্ষাবিদ অধ্যাপক কুও শু চেন ও তাঁর ছাত্রছাত্রীরা মহা গণ ভবনে 'স্বদেশের কাছে অবহিত করা' নামে কুও শু ছেন শিল্পকলা ক্ষেত্রে শিক্ষাদান ৬২ বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন।
শিয়ে টিয়ান
সংগীতানুষ্ঠানে শিয়ে টিয়ান গিয়াকোমো পুছিনির গীতিনাট্যের গান 'আজ রাতে কেউ ঘুমায় না' তাঁর শিক্ষককে উপহার হিসেবে গেয়েছেন।
শিয়ে টিয়ান ১৯৯৬ সাল থেকে অধ্যাপক কুও শু চেনের সঙ্গে কন্ঠসংগীত শিখা শুরু করেন। তিনি গীতিনাট্য ও সংগীত শিক্ষা এ দুটিতে মাস্টার ডিগ্রি লাভ করেন। এখন তিনি হচ্ছেন চীনের কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউটের শিক্ষক। তিনি চীনের চতুর্থ আন্তর্জাতিক কণ্ঠসংগীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, 'আমি একজন অজানা ছেলে থেকে ১৮ বছর বয়সে কেন্দ্রীয় সংগীত ইনস্টিটিউটে ভর্তি হয়ে স্নাতকোত্তর হয়ে এখন এ ইনস্টিটিউটের শিক্ষক হয়েছি। দশ বারো বছর ধরে মাদাম কুও আমার জন্য অনেক চেষ্টা করেছেন এখনো আমার তা স্পষ্ট মনে আছে। আমি তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।'(ইয়ু কুয়াং ইউয়ে) |