রাজধানী জাতীয় দিবসের ৬০তম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পরিচালনা বিভাগের পরিচালক ওয়াং ইউয়েন বলেছেন, জাতীয় দিবস উপলক্ষে শোভাযাত্রার প্রতিপাদ্য হবে 'আমি ও চীনের যৌথ উন্নয়ন'।
পয়লা অক্টোবর জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের পর থিয়েন আন মেন চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন চীনের বিভিন্ন জাতির লোক উন্নয়নের ইতিহাস প্রদর্শন করবে।(লিলু) |