পয়লা অক্টোবর পেইচিং থিয়েন আন মেন চত্বরে নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী সংক্রান্ত প্রীতি সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তখন চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইন সহ ২৬টি ভাষায় জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানকে সরাসরি সম্প্রচার করবে।
জানা গেছে, পয়লা অক্টোবর সিআরআই'র চীনা , ইংরেজী , জাপানী , কোরীয় , ভিয়েতনামী , আরবী , রুশ , স্প্যানিশ , ফরাসী ও জার্মানী ভাষাসহ ১০টি ভাষার ওয়েবসাইট উদযাপনী অনুষ্ঠান এবং কুচকাওয়াজের ভিডিও নিয়ে সরাসরি সম্প্রচার করবে। (লিলু) |