পেইচিং সীমান্ত গমনাগমন চেক পোষ্টের ২৯ সেপ্টেম্বরের তথ্য থেকে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য হং কং, ম্যাকাও , তাই ওয়ান স্বদেশবাসী এবং প্রবাসী চীনাদের প্রতিনিধিরা পেইচিংয়ে পৌঁছেছে।
যত তাড়াতাড়ি সম্ভব তাদের অনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পেইচিং সীমান্ত গমনাগমন চেক পোষ্টে আরো বেশি কর্মী নিযোগ করা হয়েছে। (আকাশ) |