v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীকে অভিনন্দন জানিয়েছেন
2009-09-29 18:40:30

নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে পাকিস্তানে চীনের দূতাবাসের আয়োজিত চীনের সাংস্কৃতিক সপ্তাহ ২৮ সেপ্টেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি সংস্কৃতি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কেটেছেন এবং চীন গণ প্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে চীন সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, 'চীনের চমত্কার, জ্ঞানপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ সভ্যতা বিশ্বের সংস্কৃতির জন্য বিরাট অবদান রেখেছে। পাকিস্তান চীনের সঙ্গে মৈত্রীর ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা সংস্কৃতি ও জনগণের বিনিময় ক্ষেত্রসহ দু'দেশের সম্পর্ক জোরদার করার চেষ্টা করি। আজ এ গুরুত্বপূর্ণ মুহুর্তে আমি পাকিস্তানের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। পাক-চীন মৈত্রী জিন্দাবাদ।'

পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত রো চাও হুই চীনের সংস্কৃতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চীনের শিল্পীরা দর্শকদের জন্য এক চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। নাচ, গান, দরাবাজি ও যাদুবিদ্যাসহ নানা অনুষ্ঠান দর্শকদের তুমুল করতালি অর্জন করেছে।

এবারের চীনের সাংস্কৃতিক সপ্তাহ ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে চীনের রাষ্ট্রীয় অবস্থা ও দ্বিপক্ষীয় সম্পর্ক সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, চীনের বিবাহ রীতিনীতির প্রদর্শনী আর চলচ্চিত্র প্রদর্শন করা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China