পয়লা অক্টোবর পেইচিং থিয়েন আন মেন চত্বরে নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তখন চীন আন্তর্জাতিক বেতার বৈদেশিক সম্প্রচার, অভ্যন্তরীণ সম্প্রচার, বিদেশে স্থানীয় এফএম চ্যানল ভাড়া করে সিআরআই'র অনুষ্ঠান সম্প্রচার, ইন্টারটেটের মাধ্যমে ভিডিও চিত্র ও ছবি এ পাঁচটি উপায়ে জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠান সম্প্রচার করবে।
চীন আন্তর্জাতিক বেতারের ২৬টি ভাষা জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানকে সরাসরি সম্প্রচার করবে। এবার হবে সিআরআই'র ইতিহাসে অনুষ্ঠান সম্প্রচারে ভাষার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি । সিআরআই'র আওতাধীন বিদেশে ২৭টি সংস্থা এবং বিদেশের ১৫০টিরও বেশি সহযোগিতামূলক বেতারের সঙ্গে সমকালীন সম্প্রচার করবে।(লিলু) |