চীনের রাজধানি পেইচিংয়ের গণ নিরাপত্তা ব্যুরো ২৮ সেপ্টেম্বর জানিয়েছে, জাতীয় দিবসের সব নিরাপত্তা ব্যবস্থা এখন প্রস্তুত।
জানা গেছে, জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, শোভাযাত্রা, মহা সম্মীলনসহ সব কর্মসূচীর জোরদার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। আতসবাজি পোড়ানো অঞ্চলে অগ্নিকান্ড প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।
পয়লা অক্টোবর পেইচিংয়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। তখন এক লাখ স্বেচ্ছাসেবকও নিরাপত্তা নিশ্চিতের কাজে অংশ নেবে। (আকাশ) |