জাতীয় দিবসের কুচকাওয়াজ যৌথ পরিচালনা কেন্দ্রের উপ-প্রধান, দ্বিতীয় গোলন্দাজ বাহিনীর ডিপুটি সেনাপতি ইয়ু চি শুন সম্প্রতি সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, এবার কুচকাওয়াজে যে কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হবে তা চীনের দ্বিতীয় গোলন্দাজ বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় আকারের প্রদর্শনী। যার পরিমাণ সবচেয়ে বেশি এবং সম্পূর্ণ ধরনের একটি প্রদর্শনী। মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র সাজসরঞ্জামের দল এ কুচকাওয়াজে অংশ নেবে। এর মধ্যে স্থল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নতুন ধরনের মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রথম বারের মতো প্রদর্শিত হবে।
দ্বিতীয় গোলন্দাজ বাহিনী হচ্ছে চীনের কৌশলগত অস্ত্রের কেন্দ্রীয় শক্তি। ইয়ু চি শুন জানিয়েছেন, এবার কুচকাওয়াজে যে অস্ত্রশস্ত্র প্রদর্শিত হবে সবই চীনের সর্বশেষ গবেষণা ও উত্পাদিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র।
তিনি বলেন, চীনের কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী সমৃদ্ধ হওয়া হচ্ছে নয়া চীন বিকাশের একটি ক্ষুদ্র চিত্র। চীন সবসময় সবার আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে, আত্মরক্ষামুলক পারমাণবিক কৌশলে অবিচল থাকে এবং কোন দেশের সঙ্গে পারমাণবিক সমরসজ্জার প্রতিযোগিতা করবে না। চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে অবশ্যই বিশ্বের শান্তি ও উন্নয়নের লক্ষ্যে নিজের শক্তির ক্ষেত্রে অবদান রাখবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |