চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস্টার সুদ্রাজাট নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনের আগে দেয়া এক সাক্ষাত্কারে চীনের সাফল্যের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, ৬০ বছরে চীনে মৌলিক পরিবর্তন হয়েছে।
তিনি বলেছেন, ৬০ বছরে চীনের জনগণের প্রচেষ্টায় চীন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। এর পাশাপাশি সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের পর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠান করা চীনের ব্যাপক অগ্রগতি অর্জনের প্রতীক।
চীনের উন্নয়নের সফল অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরো বলেছেন, চীনের নেতৃবৃন্দ জনগণের স্বার্থকে গুরুত্ব দেন। চীনের জনগণের জীবনযাপনের মান উন্নত করার প্রয়াস চালান।(লিলু) |