চীনের জাতীয় সন্ত্রাসদমন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিবস ৬০তম জাতীয় উদযাপনী অনুষ্ঠানের নিরাপদ ও সুষ্ঠু আয়োজন সুরক্ষার জন্য চীনের আইন কার্য-নির্বাহী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগ সম্প্রতি মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু দেশের আইন কার্য-নির্বাহী সংস্থার সঙ্গে বিদেশের পূর্ব-তুর্কীস্তান পন্থীদের ওপর যৌথভাবে আঘাত হানার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।
জানা গেছে, বিভিন্ন দেশের আইন কার্য-নির্বাহী সংস্থা সন্ত্রাস দমনের তথ্য বিনিময় ,সীমান্ত এলাকার পরিচালনা ও তত্ত্বাবধানের ব্যবস্থা জোরদার করবে।
বিভিন্ন দেশের আইন কার্য-নির্বাহী সংস্থা বলেছে, সন্ত্রাস বাদ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করেছে। সন্ত্রাস দমনের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থ। তারা চীনের সঙ্গে সুষ্ঠুভাবে সন্ত্রাসদমনের কাজে অংশগ্রহণ করবে।(লিলু) |