v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
'নয়া চীনের ৬০ বছর' বইয়ের মোড়ক উন্মোচন
2009-09-26 19:27:02

'নয়া চীনের ৬০ বছর' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এ বইয়ের প্রস্তাবনা লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে, গত ৬০ বছরে চীন বিশ্ববিশ্রুত মহান কীর্তি অর্জন করেছে। এক আধুনিক, বিশ্ব ও ভবিষ্যতমুখী নয়া চীন প্রাচ্যে দাঁড়িয়ে উঠেছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর নানা বিভাগ যৌথভাবে 'নয়া চীনের ৬০ বছর' বইটি সম্পাদন করেছে। তারা বিস্তারিত পরিসংখ্যানের মাধ্যমে বাস্তবভিত্তিতে গত ৬০ বছরে চীনের সামাজিক উত্পাদন শক্তির দ্রুত বিকাশ, সর্বক্ষেত্রের রাষ্ট্রীয় শক্তির স্পষ্ট প্রবৃদ্ধি, জনগণের জীবনযাত্রার মানের লক্ষণীয় উন্নতি, আন্তর্জাতিক মর্যাদা নিরন্তর বৃদ্ধিসহ নানা ক্ষেত্রের সাফল্য রেকর্ড করা হয়েছে।

প্রস্তাবনায় ওয়েন চিয়া পাও আরো উল্লেখ করেছেন, বইয়ের সংগৃহীত তথ্য-উপাত্ত থেকে নয়া চীন প্রতিষ্ঠার পর বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের অর্জিত বিরাট সাফল্য বুঝা যায়, অব্যাহতভাবে সামনে এগিয়ে যাওয়ার আস্থা বেড়ে যায় এবং এ থেকে অনেক উপলব্ধি করা যায়। কেবল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব অনুসরণ, চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথে যাওয়া, সংস্কার ও উন্মুক্তকরণ অনুসরণ করলে পুরোপুরিভাবে চীনের বিপুল সংখ্যক জনগণের সক্রিয়তা ও সৃষ্টির শক্তি পালন, সামাজিক উত্পাদন শক্তি মুক্ত ও উন্নয়ন এবং চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China