v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে হু চিন থাওয়ের ভাষণ
2009-09-25 19:58:32

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৪শে সেপ্টেম্বর নিউইয়র্কে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার সময়ে বলেছেন , চীন সবসময় পারমাণবিক অস্ত্র সার্বিকভাবে নিষিদ্ধ ও সম্পূর্ণভাবে ধ্বংস করার পক্ষপাতী। চীন যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। চীন বিনাশর্তে পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ ও অঞ্চলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি রক্ষা করবে ।সি আর আই সংবাদদাতা নিউইয়র্ক থেকে এ খবর পাঠিয়েছেন ।

নিরাপদ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্ট হু চিন থাও পারমাণবিক নিরস্ত্রীকরণের যে পাঁচদফা প্রস্তাব উত্থাপন করেছেন তা হলো , বিশ্বব্যাপী রণনৈতিক ভারসাম্য অক্ষুন্ন রাখা , পারমাণবিক অস্ত্রের হুমকি হ্রাস করা , সব দেশের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করা , বিভিন্নদেশের শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যতদূর সম্ভব পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমানো ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China