v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
হু চিনথাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরমাণু বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন
2009-09-25 16:39:30
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরমাণু বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণ বিষয়ক শীর্ষ সম্মেলন ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মানবজাতির জন্য আরো নিরাপদ পারমানবিক অস্ত্রমুক্তকরণ বিশ্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিনথাও এবারের শীর্ষ সম্মেলনে 'যৌথভাবে সাধারণত নিরাপদ বিশ্ব প্রতিষ্ঠা' শিরো নামে ভাষণ দিয়েছেন। আজকের অনুষ্ঠানে রয়েছে এ সম্পর্কে একটি প্রতিবেদন। পরিবেশন করছি আমি---।

এবারের শীর্ষ সম্মেলন হল নিরাপত্তা পরিষদের আয়োজিত প্রথম পরমাণু বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণের সমস্যা বিষয়ক সম্মেলন। ১৫টি সদস্য দেশের অংশগ্রহণকারী নেতৃবৃন্দ প্রথমে হাত উঠিয়ে ১৮৮৭ নম্বর ধারার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এ ধারায় বিভিন্ন দেশের প্রতি পারমানবিক বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণ ত্বরান্বিত এবং সার্বিকভাবে সারা বিশ্বকে পরমাণু মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

চীনের প্রেসিডেন্ট হু চিনথাও তাঁর ভাষণে চীনের পারস্পরিক কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ধারণা বর্ণনা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ দেয়ার পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু বিস্তাররোধ, পরমাণু সম্পদের শান্তিপূর্ণ ব্যবহার ও পরমাণু নিরাপত্তার সমস্যায় চীনের মতামত বর্ণনা করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, 'সারা বিশ্বের কৌশলের ভারসাম্য ও স্থিতিশীলতা সুরক্ষা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ব্যবস্থা ত্বরান্বিত করা উচিত। যে দেশের পরমাণু অস্ত্র রয়েছে, তার উচিত পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি'-র ষষ্ঠ ধারার শর্ত পূরণ করা। যে দেশের বৃহত্তম পরমাণু অস্ত্রের বৃহত্তম মজুদ রয়েছে, তার উচিত প্রথমে ব্যাপকভাবে পরমাণু অস্ত্র কমানো। 'সার্বিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তি' যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা উচিত। পরমাণু অস্ত্র উত্পাদনে ব্যবহৃত উপকরণ উত্পাদন নিষিদ্ধ চুক্তি বাস্তবায়ন করা উচিত। অনুকূল শর্ত থাকলে অন্যান্য পরমাণু অস্ত্রের অধিকারী দেশের বহুপক্ষীয় পরমাণু নিরস্প্রীকরণ বিষয়ক আলোচনার প্রক্রিয়ায় অংশ নেয়া উচিত। সার্বিক পরমাণু নিরস্ত্রীকরণ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদূরপ্রসারী কর্মসূচী প্রণয়ন করা উচিত। এরমধ্যে 'সার্বিক পরমাণু অস্ত্র নিষিদ্ধ চুক্তি' অর্ন্তর্ভূক্ত হবে।'

হু চিনথাও পরমাণু বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণের ক্ষেত্রে চীন সরকারের প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেছেন, 'চীন বরাবই সার্বিক পরমাণু অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস করার প্রতি পোষণ করে। আমি এখানে আবারো জোর দিয়ে বলতে চাই, চীন দৃঢ়ভাবে আত্ম রক্ষার পরমাণু কৌশলের নীতিতে অবিচল থাকবে। চীন যেকোনো সময় ও যেকোনো পরিস্থিতিতে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অবিচল থাকবে। যে দেশের পরমাণু অস্ত্র নেই, চীন নিঃশর্তে তার ওপর পরমাণু অস্ত্র ব্যবহার না করা ও পরমাণু অস্ত্রের হুমকি না দেয়ার প্রতিশ্রুতি দেয়। চীন কোনো পরমাণু সমরসজ্জা প্রতিযোগিতায় অংশ নেবে না। চীন অব্যাহতভাবে নিজের পরমাণু অস্ত্রের শক্তি রাষ্ট্রীয় নিরাপত্তার চাহিদার নূণ্যতম পর্যায়ে বজায় রাখবে। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চালীয়ে যাবে। চীন আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তাররোধ ব্যবস্থা সুরক্ষার জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।'

জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁর ভাষণে নিরাপত্তা পরিষদের প্রতি পরমাণু বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণ ত্বরান্বিত করার ব্যাপারে ভূমিকা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদের উচিত জাতিসংঘের নিরস্ত্রীকরণ ব্যবস্থা পুরোপুরি ব্যবহার করা। তিনি আরো বলেন, 'আমি আশা করি, এবারের সম্মেলন এ বছরে সম্পাদিত কাজকর্মের কর্মসূচী ত্বরান্বিত করতে পারবে। এর মধ্যে 'পরমাণু অস্ত্র উত্পাদনে ব্যবহৃত উপকরণ উত্পাদন নিষিদ্ধ চুক্তি' বিষয়ক আলোচনা অর্ন্তর্ভূক্ত রয়েছে। পাশাপাশি, নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশের কোনো কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরে অংশ নেয়ার ব্যাপার ত্বরান্বিত করতে পারবে। যাতে চুক্তি বাস্তবায়নের পরিস্থিতি সমন্বিত ও নতুন চুক্তি স্বাক্ষর করা যায়।'

এবারের সম্মেলনে গৃহীত ১৮৮৭ নম্বর ধারায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ 'পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি'-র লক্ষ্য অনুযায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে একটি নিরাপদ পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা যায়। ১৮৮৭ নম্বর ধারায় জাতিসংঘের সব সদস্য দেশের উচিত তার বাহিনীর নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের দায়িত্ব বাস্তবায়ন করা। যাতে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের প্রসার প্রতিরোধ করা যায়।

ছাই ইউয়ে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China