v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আরিলাংয়ের প্রণয়গীতি
2009-09-25 16:05:19

আপনারা এখন 'আরিলাংয়ের প্রণয়গীতি' লোকসংগীতানুষ্ঠানের প্রথম সংগীত 'সুর' শুনছেন। এটা হচ্ছে কোরীয় জাতির ঐতিহ্যিক লোকসংগীত। গানে তরুণতরুণীদের বিদায়ের পর পরস্পরকে প্রণয়-কাতর আবেগ প্রকাশিত হয়েছে। গানের কথা এমন, 'আকাশে একটু একটু মেঘখণ্ড ভাসছে। নদীতে কুয়াশা চলছে। জানি না, বৃষ্টি না তূষার পড়বে। জানি না, বাতাস বইবে না তুহিন পড়বে। জানি না, প্রেমিক ফিরে আসবে না প্রেম আসবে।'

এতোক্ষণ আপনারা কোরীয় জাতির লোকসংগীত 'সুর' শুনলেন। গেয়েছেন চিলিন প্রদেশের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটের কণ্ঠসংগীত শিক্ষক কিম সুই চি।

ইয়ানবিয়ান কোরীয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগ উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশে অবস্থিত। এখানে হচ্ছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চল সংলগ্ন স্থান। চিলিন প্রদেশে কোরীয় জাতির লোকসংখ্যা গোটা চীনের কোরীয় জাতির মোট সংখ্যার ৬০ শতাংশেরও বেশি।

কোরীয় জাতি এক নাচ গানে পারদর্শী জাতি। ইয়ানবিয়ানের কোরীয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগ 'নাচ গানের স্থান' বলে পরিচিত। এবারের সংগীতানুষ্ঠানে চিলিন প্রদেশের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দর্শকদের আদি কোরীয় জাতির লোকসংগীত পরিবেশন করেছেন।

এখন আপনারা পিয়াও ছুন চির গাওয়া নতুন লোকসংগীতের প্রতিনিধিত্ব কর্ম 'সাগরের গান' শুনছেন। গানে পরিশ্রমী কোরীয় জাতির যুবকদের সাগরে মাছ ধরার দৃশ্য বর্ণনা করা হয়েছে।

পিয়াও ছুন চি জানিয়েছেন, তিনি প্রধানত কোরীয় জাতির নতুন লোকসংগীত পরিবেশন করেন। নতুন লোকসংগীত হলো ১৯৩০ সালের পর ঐতিহ্যিক লোকসংগীতের ভিত্তিতে নতুন করে রচিত লোকসংগীতগুলো। এ ধরনের লোকসংগীত ঐতিহ্যিক লোকসংগীতের প্রথা বজায় রাখার পাশাপাশি পাশ্চাত্য গানের কৌশলও আকর্ষণ করা হয়েছে।

বন্ধুরা, এখন আপনারা ছুন চেং লোংয়ের গাওয়া কোরীয় জাতির লোকসংগীত 'শীমের আচারের পিঠা' নামে গান শুনছেন। শীমের আচারের পিঠা হচ্ছে কোরীয় জাতির এক ধরনের ঐতিহ্যিক খাদ্য। গানে সুস্বাদু শীমের আচারের পিঠা স্মরণ করার মাধ্যমে সন্তান ও মায়ের মধ্যকার আন্তরিক আবেগ প্রতিফলিত হয়েছে। গানের কথা এমন, 'শীমের আচারের পিঠার গন্ধ খুব ভালো। বিশেষ করে দীর্ঘদিন উত্পাদিত শীমের আচারের পিঠা আরো বেশি সুস্বাদু। যখন আমি শীমের আচারের পিঠা দেখি, তখন আমি মায়ের ভালোবাসা অনুভব করছি।'

সংগীতানুষ্ঠানে শিল্পীরা দশ বারোটি কোরীয় জাতির জনপ্রিয় লোকসংগীত গেয়েছেন। অবশেষে কিম ছুন চি, ছুন চেং লোং, পিয়াও ছুন চি ও বিয়ান ইং হুয়া একসাথে দর্শকদের জন্য কোরীয় জাতির একটি অতি জনপ্রিয় প্রেমের গান 'আরিলাং' গেয়ে সংগীতানুষ্ঠানে উত্তাল জোয়ার সৃষ্টি করেছেন।

গানের কথা এমন, 'আরিলাং, আরিলাং, উচুঁ পাহাড় অতিক্রম করে আমাকে রেখে একাই চলে গেছে। দশ মাইল পথ হাঁটার পর তোমার পা ফুটবে। গভীর রাতে তারার সংখ্যা হিসাব করা যায় না। আমাদের জীবনে অনেক ক্ষোভ রয়েছে। আজ তুমি বাসা ত্যাগ করেছে কবে ফিরে আসবে জানি না। ফিরে আসার সময় আমাকে চিঠি দিও, আমি তোমাকে অভ্যর্থনা জানাবো।' (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China