v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
কানাডা চাচা ব্রাইন হোজের গল্প
2009-09-25 15:53:55
পরে ব্রাইনের সঙ্গে তাঁর কোম্পানীর বর্তমান ম্যানেজার চিয়াং শাও সু'র পরিচয় হয় । চিয়া শাও সু'র সাহায্যে তার একটি শ্রেষ্ঠ কর্মী দল গঠিত হয়। কোম্পানীর ব্যবসা ক্রমেই ভালো হচ্ছে । ব্রাইন বলেন :

আমার ম্যানেজার খুব অভিজ্ঞ । তার ১৭ বছরের পরিচালনার অভিজ্ঞতা আছে । আমাকে একটি শ্রেষ্ঠ কর্মী দল গঠনে তিনি সাহায্য করেছেন । এখন আমাদের কোম্পানী নতুন জমি কিনে একটি নতুন কারখানা নির্মাণ করবে । চীনে আমাদের ভবিষ্যত্ আরো উজ্জ্বল হবে ।

ব্যবসা ছাড়াও বহু বছর ধরে ব্রাইন চীন ও কানাডার অর্থনৈতিক বিনিময় ত্বরান্বিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন । ব্রাইন ফু চৌ শহরের বৈদেশিক পুঁজি বিনিয়োগ শিল্প প্রতিষ্ঠান কমিটির উপ মহাসচিব , আঞ্চলিক সরকারের বৈদিশিক পুঁজি বিনিয়োগ উপদেষ্টা হিসেবে তিনি ফু চৌ শহরের নেতাদের সঙ্গে নিয়মিতভাবে বৈঠক করেন এবং তাদেরকে আরো বেশি বৈদেশিক পুঁজি আকর্ষণের প্রস্তাব দেন । যতবারই বিদেশি ব্যবসায়ীরা ফু চৌ শহর পরিদর্শনে আসেন , ফু চৌ শহর সরকার ততবারই ব্রাইনকে তাদের সঙ্গে সাক্ষাত্ করার আমন্ত্রণ করে ।

ব্রাইনও এসব বিদেশি ব্যবসায়ীদের নিজের কোম্পানীতে নিয়ে তাদের সঙ্গে নিজের পুঁজি বিনিয়োগের অভিজ্ঞতা ভাগাভাগি করেন । তা ছাড়া , ব্রাইন আঞ্চলিক সরকারকে বিনিময় দল গঠন করে কানাডা পরিদর্শন করার ব্যাপারেও সাহায্য করেন । তিনি বলেন :

আমার অনুভুতি হচ্ছে : আমি ফু চৌ'র মানুষ , আমার কোম্পানী এখানে , আমার বাড়িও এখানে । আমার মনে হয় আমি ফু চৌতেই থেকে যাবো , আমার এ শহরকে সাহায্য করতে হবে । আমি খুব খুশি আঞ্চলিক সরকারের উপদেষ্টা হতে পেরে ।

ব্রাইনের অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে ফু চিয়ান শহরের মৈত্রী পুরস্কার প্রদান করা হয়েছে । ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি একটানা তিন বছর ফু চৌ শহরের আন্তর্জাতিক মৈত্রী পুরস্কার পেয়েছেন । ২০০৩ সালে ব্রাইন চীন সরকারের প্রদান রাষ্ট্রীয় মৈত্রী পুরস্কারও পেয়েছেন । এ পুরস্কার হলো চীনে উল্লেখযোগ্য অবদান রাখা বিদেশি বিশেষজ্ঞ ও বন্ধুদের চীন সরকারের দেয়া সর্বোচ্চ পুরস্কার ।

কাজ ছাড়া ব্রাইন শরীর চর্চা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পছন্দ করেন । প্রতি গ্রীষ্মকালে তিনি "ফু চৌয়ের বাগান" নামে ইয়ুং থাই জেলায় সাপ্তাহিক ছুটি কাটান । এ ছাড়া , ব্রায়ান শিক্ষা ব্রতে জড়িত থাকতে আগ্রহী । তিনি স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন এবং সবসময় সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের ইংরেজী ভাষা শেখার ব্যাপারে সাহায্য করেন , এছাড়াও তিনি চীনা শিক্ষকদের মৌখিক ইংরেজী ভাষার মান উচ্চারণ উন্নয়নের জন্যও সাহায্য করেন । তিনি বলেন :  

সাপ্তাহিক ছুটির দিনে অনেক শিশু আমার বাসায় এসে আমার সঙ্গে মৌখিক ভাষা উচ্চারণ শিক্ষা চর্চা করে । তারা ভালোভাবে ইংরেজী ভাষা পড়তে এবং লিখতে পারে । তবে তারা বলতে পারে না । কারণ তারা খুব লাজুক । প্রথমবার আমার বাসায় এসে তারা কেউই কথা বলতে চায় নি শুধু চুপচাপ বসে থেকেছে। তখন আমি চিন্তা করতাম , আমি এদের জন্য কী করতে পারি ? এরপর আমি খেলার ছলে তাদের শেখাতে শুরু করি । আমি তাদেরকে চীনা ভাষার কার্ড দিয়ে খেলাধুলা করি । আমি তাদেরকে শিখিয়েছি যে চীনাদের চিন্তাধারার পদ্ধতি বিদেশিদের চেয়ে আলাদা । খেলার ছলে তারা শিখতে সাচ্ছন্দ বোধ করে । এখন তারা যে শুধু সাচ্ছন্দই বোধ করে তা নয় , ইংরেজী ভাষায় বিনিময়ও করতে পারে । এমন অনুভূতি খুব ভালো । এখন সেসব শিশু সবসময়ই আমার বাসায় আসে , আমরা খুব ভালো বন্ধু হয়েছি । আমি চীনে থাকতে অনেক পছন্দ করি ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China