 ২৩ সেপ্টেম্বর নিউইর্য়াকে অনুষ্ঠিত জাতিসংঘের ৬৪তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ গ্রহণকারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বর্তমান আন্তর্জাতিক ও বিশ্বব্যাপী গুরুত্বর্পূণ সমস্যার প্রতি চীনের ধারণা ও অবস্থান ব্যাখ্যা করেছেন। হু চিন থাও বলেছেন, বতর্মান বিশ্ব পরিস্তিতিতে বিশ্ব সম্প্রদায়ের উচিত হাতে হাত মিলিয়ে স্থায়ী ও সম্প্রীতিমূলক বিশ্ব গড়ে তোলা। এর জন্য তিনি বিশেষভাবে জানিয়েছেন, আরও প্রশান্ত দৃষ্টিভঙ্গীর নিরাপত্তা বিবেচনা করতে হবে, আরও সার্বিক মনোভাবে উন্নয়নের মূল্যয়ন করতে হবে।
হু চিন থাউ তার ভাষণে জোর দিয়ে বলেছেন, চীন যতদুর বিকশিত হওয়া সম্ভব বিশ্বের জন্য ততদুর অবদান রাখতে হবে। চীনের উন্নয়ন বিশ্বকে আরও বেশী সুযোগও এনে দিতে পারে। চীন আগের মতো ভবিষ্যতেও শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে যাবে। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চম মৌলিক নীতির ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বিকশিত করতে চায়।
প্রেসিডেন্ট হু চিন থাও তার ভাষণে উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশী সহায়তা দেয়ার পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন। |