ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত দ্বিবার্ষিক ভেনিস আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী বিশ্বের একটি নামকরা প্রদর্শনী , প্রতিবারের প্রদর্শনীতেই বিশ্বের বিভিন্ন দেশের ৩০জন শ্রেষ্ঠ চিত্রশিল্পীর একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় । ৫৩তম আন্তর্জাতিক ভেনিস প্রদর্শনীতে চীনের নামকরা চিত্রশিল্পী লিউ চুন নির্বাচিত হয়েছেন । এর আগে চীনের কোনো চিত্রশিল্পীর ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে নিজের আঁকা ছবি প্রদর্শনের সুযোগ পান নি । আজকের অনুষ্ঠানে চিত্রশিল্পী লিউ চুনের কাহিনী আপনাদের বলবো আমি ফোং সিউ ছিয়েন ।
এ বছরের জুন মাসে লিউ চুন ইতালিতে তার একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন । তার এ প্রদর্শনীর নাম হল ' প্রকৃতির গুণকীর্তন ' । তার এ প্রদর্শনী এ বছর ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর একটি অংশ । ইতালিতে চীনের দূতাবাসের কাউন্সিলার কো শি চুন রাষ্ট্রদূত সুন ইয়ু সি'র পক্ষ থেকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , এখানে আমি রাষ্ট্রদূত সুন ইয়ু সির পক্ষ থেকে ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী এবং চীনা শিল্পী লিউ চুন'কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ লিউ চুন যে বিশ্ববিখ্যাত এ চারুকলা প্রদর্শনীতে নিজের আঁকা ছবি প্রদর্শনের সুযোগ পেয়েছেন , তা' তার সফলতার পরিচায়ক ।
প্রথম ভেনিস দ্বিবার্ষিক চারুকলা চিত্র প্রদর্শনী ১৮৯৫ সালে অনুষ্ঠিত হয়। শিল্পকলা মহলে এ প্রদর্শনী ' চারুকলা শিল্পের অলিম্পিক ' বলে পরিচিত । প্রতিটি প্রদর্শনীতে বিশ্বের ৩০জন নামকরা শিল্পীর একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এবারের প্রদর্শনীতে নিজের ছবি প্রদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গে লিউ চুন বলেন ,তিনি ইতালির সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান ও ভেনিস চারুকলা প্রদর্শনীর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ভিনসেনজো সানটোকে ধন্যবাদ জানাতে চান । তিনি আরো বলেন , গত বছর চীনে অলিম্পিক গেমস চলাকালে তিনি আমার একটি চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন । এ প্রদর্শনীটি তার খুব ভালো লেগেছে । তিনি আমাকে বলেছেন যে আমার আঁকা ছবিগুলো আন্তর্জাতিক মহলে প্রচারের জন্য তিনি আমার জন্য একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করবেন । ভিনসেনজো সানটো মনে করেন ,চীনের ঐতিহ্যিক ছবি আঁকার কৌশলের মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্য চমত্কারভাবে দেখানো যায় । তিনি বলেন , আমার লিউ চুনকে বেছে নেওয়ার প্রধান কারণ হলো তার আঁকা ছবি চীনের ঐতিহ্যিক চিত্র কৌশলের প্রতিনিধিত্ব করে । এর আগে ভেনিস চারুকলা প্রদর্শনীতে চীনের ঐতিহ্যিক পদ্ধতিতে আঁকা ছবি প্রদর্শিত হয় নি । লিউ চুনের একক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দর্শকরা চীনের ঐতিহ্যিক জল রংয়ের ছবি উপভোগ করতে পেরছে । লিউ চুনের ছবিতে প্রকৃতি ,বিশেষ করে জীবজন্তুর প্রতি তার মনোযোগ ও প্রভাব সুষ্পষ্ট ।
লিউ চুনের আঁকা ছবিগুলোর প্রধান প্রসঙ্গ প্রকৃতি ও জীবজন্তু । প্রকৃতি ও জীবজন্তুর প্রতি তার ভালোবাসা ছোট বেলা থেকেই শুরু হয়। ১৯৬৯ সালে লিউ চুন পেইচিংয়ের একটি চিত্রশিল্পী পরিবারে জন্ম নেন । তার বাবা ও মা দুজনই চিত্রশিল্পী । ছয় বছর বয়সে লিউ চুন শিশুদের একটি চিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান । এবারের প্রদর্শনীতে লিউ চুনের বারোটি ছবি প্রদর্শিত হয়েছে । অষ্ট্রেলিয়ার ভেড়া ও আফ্রিকার তৃণভূমির গণ্ডারসহ বড় ধরনের জীবনজন্তু তার ছবির প্রধান প্রসঙ্গ । এসব ছবিতে বিশ্বের বিভিন্ন দেশের জীবজন্তু ও চীনের ঐতিহ্যিক জল রংয়ের ছবি আঁকার কৌশলের সমন্বয় হয়েছে । এতে চীনাদের মানুষ ও প্রকৃতির সুষম পরিবেশে বসবাস ও পরস্পরের ওপর নির্ভরশীলতার ধারণা প্রতিফলিত হয়েছে ।
ভেনিস দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে প্রদর্শিত ছবিগুলোর বেশির ভাগই পাশ্চাত্যের তৈলচিত্র ও ভাস্কর্য । তাই লিউ চুনের প্রদর্শনী বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের চীনের ঐতিহ্যিক জল রংয়ের ছবি প্রদর্শনের একটি সুবর্ণ সুযোগ । লিউ চুন আশা করেন বিদেশী দর্শকরা চীনের এ ঐতিহ্যিক চিত্রকলা পছন্দ করবেন । তিনি বলেন , এবার আমার প্রদর্শনীর প্রসঙ্গ হল মানুষ ও প্রকৃতির সুষম বসবাস । এখন বিশ্বের সকল দেশই পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেয় । তাই আমার আঁকা ছবির প্রসঙ্গ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় । চীনের ঐতিহ্যিক চিত্রকলার রং শুধু কালো ও সাদা । এ দুটি রং দেখতে সুন্দর , ঠিক যেন রঙীন ছবির তুলনায় সাদা-কালো ছবিগুলোর নৈপুণ্য আরো উন্নত । আমি মনে করি পাশ্চাত্য দেশের দর্শকরা সাদা-কালো রংয়ের চিত্রকলাও গ্রহণ করবেন ।
লিউ চুনের চিত্র প্রদর্শনী পরিদর্শন করে অনেক দর্শক তার আঁকা ছবির গভীর মূল্যায়ন করেছেন । এ প্রদর্শনীর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ভিনসেনজো সানটো বলেন , লিউ চুনের আঁকা ছবিতে তার নৈপুন্য ইতালি তথা পশ্চিমা দেশে আলোড়ন সৃষ্টি করেছে । জল রংয়ের ছবি চীনে সচরাচরই দেখা যায় ,তবে ইতালিতে এগুলোর উপভোগের সুযোগ খুব কম । তাছাড়া লিউ চুনের আঁকা বেশির ভাগ ছবির প্রসঙ্গ প্রকৃতি ও জীবজন্তু । এটা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে ।
লিউ চুন বলেন , ইতালিতে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের অভিজ্ঞতা তার ত্রিশ বছরের দীর্ঘ শিল্পী জীবনের একটি নতুন সূচনা । তিনি বলেন , আমি মনে করি ইতালিতে চিত্র প্রদর্শনীর আয়োজন আমার জীবনের একটি অধ্যায়ের সূচনা করবে । আমি স্থির চিত্তে ভালোভাবে ছবি আঁকবো । বিদেশে চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে আমি বিদেশের অনেক সুন্দর সুন্দর ছবি উপভোগ করার সুযোগও পেয়েছি , এতে আমার দৃষ্টি আরো প্রসারিত হয়েছে এবং নিজের ছবির দুর্বলতাও খুঁজে বের করতে পেরেছি । এটা আমার পরবর্তীকালের জীবনের জন্য কঠিন ভিত্তি স্থাপন করেছে ।
আগামী বছর হবে চীন ও ইতালির মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী । ইতালিতে চীনা দূতাবাসের কাউন্সিলার কো শি চুন বলেছেন , আগামী বছর চীন ইতালিতে চীনা বর্ষ সম্পর্কিত কর্মসূচীর আয়োজন করবে । তিনি আশা করেন আরো বেশি শিল্পী তাদের শিল্পকর্ম বিনিয়ম কর্মসূচীতে অংশ নেবে এবং বিশ্বে চীনের শিল্পকলা আরো ব্যাপকভাবে ছড়িয়ে যাবে । |