v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
2009-09-23 20:07:36

    ২২শে সেপ্টেম্বর নিউইয়র্কে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ হয়েছে । হু চিন থাও বলেছেন , চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুযোগকে কাজে লাগিয়ে সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দু'দেশের সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নয়নের জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক ।

    হু চিন থাও গত ছ'মাসে দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চারটি প্রস্তাব উত্থাপন করেছেন । তা হল , চীন ও যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা , চীন ও যুক্তরাষ্ট্রের প্রথম দফা কৌশল ও অর্থনৈতিক সংলাপের পরবর্তী কাজ ভালোভাবে করা , আন্তর্জাতিক আর্থিক সংকটের মোকাবিলার ক্ষেত্রে এবং আর্থ-বাণিজ্য , সন্ত্রাস দমন ও পরমাণু অস্ত্রের বিস্তার রোধসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করা , গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু'দেশের সমন্বয় ও সহযোগিতা সম্প্রসারণ করা এবং মানব ও সংস্কৃতি ক্ষেত্রের বিনিময় জোরদার করা ।

    হু চিন থাও জোর দিয়ে বলেছেন , তাইওয়ান , তিব্বত ও সিন চিয়াং সম্পর্কিত বিষয় চীনের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডার সঙ্গে জড়িত , তা ১.৩ বিলিয়ন চীনা জনগণের জাতীয় অনুভূতির সঙ্গে জড়িত । যুক্তরাষ্ট্র যে বার বার এক চীন নীতি ও চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতেহার মেনে চলার কথা ঘোষণা করেছে , চীন এর ওপর গুরুত্ব দেয় । চীন আশা করে যুক্তরাষ্ট্র বাস্তব ব্যবস্থা নিয়ে তাইওয়ান প্রণালী দু'তীরের সম্পর্ক ও শান্তি উন্নয়নের সমর্থন করবে । যুক্তরাষ্ট্র তিব্বতকে চীনের একটি অংশ এবং স্বাধীন তিব্বতের বিরোধীতা করার যে অবস্থান ঘোষণা করেছে , চীন তার প্রশংসা করে ।

    ওবামা বলেন , যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সক্রিয় ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে । তিনি চীন সফরের আগ্রহ প্রকাশ করছেন ।

    হু চিন থাও আরো বলেন , চীন থেকে আমদানিকৃত টায়ারের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শাস্তিমূলক কর দু'দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয় । এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে ।

    ওবামা বলেন , যুক্তরাষ্ট্র অবাধ বাণিজ্যের সমর্থন করে এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের জন্য চেষ্টা করছে । যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে আর্থ-বানিজ্যিক ক্ষেত্রের সমস্যা সমাধান করতে ইচ্ছুক । (শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China