 ১৯৬৭ সালের ১৭ই জুন চীনের প্রথম হাইড্রোজেন বোমার সফল বিস্ফোরন ঘটানো হয় পশ্চিম চীনের মরুভূমিতে । চীনের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণের পর এ হাইড্রোজেন বোমার বিস্ফোরণ পারমাণবিক অস্ত্র উন্নয়নে চীনের দ্রুত অগ্রগতির পরিচায়ক । এ থেকে বোঝা যায় যে ,চীনের পারমাণবিক অস্ত্র উন্নয়ন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
হাইড্রোজেন বোমাকে তাপীয় পারমাণবিক অস্ত্র বলা হয় ।
প্রচণ্ড তাপে হাইড্রোজেন পরমাণুর মিশ্রণ- প্রতিক্রিয়া থেকে এক মুহুর্তের মধ্যে যে ধ্বংসাত্মক শক্তি সৃষ্টি হয় তা অস্ত্র হিসেবে ব্যবহৃত হলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটাতে পারে ।
হাইড্রোজেন বোমা বিস্ফোরণের প্রথম পর্যায়ে তার ভিতরে স্থাপিত পারমাণবিক বোমার বিস্ফোরন থেকে কয়েক কোটি ডিগ্রির তাপ সৃষ্টি হয় , দ্বিতীয় পর্যায়ে ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের প্রতিক্রিয়ায় আরো প্রচণ্ড বিস্ফোরন ঘটে ।
হাইড্রোজেন বোমার সফল বিস্ফোরন ঘটানোর পর চীন সরকার পুনরায় ঘোষণা করেছে , চীন প্রয়োজনীয় ও সীমিত পারমাণবিক পরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্র উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার চূড়ান্ত লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্র ধ্বংস করা ।চীন যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না । |