 চীনের 'চৌ শান' ও 'ছিয়ান তাও হু' জাহাজ এবং রাশিয়ার 'অ্যাডমিরল ট্রিবুটস' জাহাজ চীন-রাশিয়া নৌবাহিনীর দ্বিতীয় যৌথ প্রহরার ৪০ঘন্টারও বেশি সামুদ্রিক নৌযাত্রার পর ২০ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৬টার দিকে এডেন উপসাগরের পূর্বাঞ্চলে পৌঁছার পর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চীন ও রাশিয়ার নৌবাহিনীর দ্বিতীয় বারের মতো প্রহরী তত্পরতা মোট ২৫টি ব্যবসায়িক জাহাজের জন্য চালানো হয়। ফলে চীনের নৌবাহিনীর প্রহরী দল এডেন উপসাগর, সোমালিয়া সামুদ্রিক অঞ্চলে প্রহরার কাজ কার্যকর করার পর সবচেয়ে বেশি ব্যবসায়িক জাহাজের জন্য নিরাপত্তা রক্ষা ব্যবস্থা প্রদানের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
খোং চিয়া চিয়া |