v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
জি ২০-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
2009-09-21 17:54:43

    জি ২০-এর শীর্ষ সম্মেলন আগামী ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পিটসবার্গে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক পুনর্রুদ্ধারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশ্বজুড়ে অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতা দেখানোর পরিপ্রেক্ষিতে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলার জন্য সম্মেলনে অংশ গ্রহণকারী ২০টি দেশের শীর্ষ নেতাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হবে।সুতরাং এবারের শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব আর্থিক সংকট সার্বিকভাবে শুরুর এক বছর পর এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র, জর্মানি, ফ্রান্স , জাপান ও চীনসহ বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর অর্থনৈতিক তথ্য উপাত্তে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নির্মান শিল্পে গত ১৯ মাসের পর প্রথম বারের মতো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ইইউ দেশগুলোতে পরিচর্যা, খুচরা বিক্রি , শিল্প ও ভোক্তাদের আত্মবিশ্বাস ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। অন্য দিকে জাপানে অর্থনৈতিক পুনর্রুদ্ধারের প্রবণতাও দেখা দিয়েছে।

   

এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতির বৃদ্ধি হার ৭.৯ শতাংশ। বিশ্লেষকরা মনে করেন, চলতি বছর চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার ৮ শতাংশ বাস্তবায়নের লক্ষ্য সম্পন্ন করার ব্যাপারে কোন সন্দেহ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার প্রধান অর্থনীতিবিদ কোলিন ব্রাইফোড বলেছেন, বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবণতা থেকে বোঝা যায় যে, এ বছরের শেষ দিকে বিশ্বের অর্থনীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন,

    তথ্য উপাত্ত থেকে জানা গেছে, ২০১০ সালে শিল্পোন্ন দেশগুলোর অর্থনীতি পুনজীবিত হতে পারে। উন্নয়নশীল দেশগুলোর অবস্থাও ভাল হবে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর উন্নত দেশগুলোর ওপর নির্ভরতা করবে।কারন উন্নত দেশগুলোর অর্থনীতি পুনজীবিত হওয়ার পরই কেবল উন্নয়নশীল দেশগুলো আর্থিক মন্দা থেকে রেহাই পেতে পারে। আমাদের বিশ্বাস, এ বছরের শেষ দিক থেকে বিশ্ব অর্থনীতি সার্বিকভাবে বৃদ্ধি পাবে।

    জি ৮ গোষ্ঠির সাবেক অর্থ মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর সম্মেলনের উচ্চ পদস্থ কর্মকর্তা জেফেরি শেখার বলেছেন, বিশ্ব অর্থনীতির ওপর বিশ্ববাসীদের আত্মবিশ্বাস পুনরায় গড়ে তোলা এবারের জি ২০ শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্দেশ্য। তিনি বলেন,

   

যদিও এ শীর্ষ সম্মেলন এখনো অনুষ্ঠিত হয়নি, তবুও তার ভুমিকা খুব ষ্পস্ট। এবারের শীর্ষ সম্মেলনে যে সব দেশের অর্থনৈতিক অবস্থা ভাল নয় তাদের জন্য লক্ষ্যমাত্রা উত্থাপন করা হবে।

    কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন, আর্থিক সংকট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে এখন এ ক্ষেত্রে তেমন বেশী আশাব্যঞ্জক ছিল মনে করা যায় না। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এশিয়ার অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ আলবেরট কেইডেল মনে করেন, এখন বলা যায় না যে বিশ্ব অর্থনীতিতে কোনো সমস্যা নেই। তিনি বলেন,

     চলতি বছরের গ্রীষ্মকালের তুলনায় বর্তমানে বিশ্বের অথর্নীতির পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আমরা একটি বড় সংকট কাটিয়ে উঠেছি। কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে, বতর্মানে বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে বেশ সমস্যা রয়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পুরোপুরি দূর করার জন্য বিভিন্ন দেশের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China