v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২০১২ সালের মধ্যে ইন্টারনেটের আওতায় আসবে বাংলাদেশের সব ইউনিয়ন
2009-09-21 16:41:48

দেশের সব ক'টি ইউনিয়নে ইনফর্মেশন সার্ভিস সেন্টার (ইউআইএস) স্থাপন করতে যাচ্ছে সরকার। এর ফলে বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদ ২০১২ সালের মধ্যে অনলাইন নেটওয়ার্কিং সিস্টেমের আওতায় আসবে এবং তথ্য সুপার হাইওয়েতে যুক্ত হবে।সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৪ হাজার ৪৯৮টি ইউনিয়নের সব ক'টিতেই কম্পিউটার ও ইন্টারনেট সংযোগসহ ইউআইএস স্থাপন করা হবে। চলতি বছরেই ১০০টি কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ৩১ টি কেন্দ্রে পরীক্ষামূলক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ২০১০ সাল নাগাদ ২ হাজার, ২০১১ সাল নাগাদ ৩ হাজার এবং ২০১২ সল নাগাদ অবশিষ্ট তথ্য কেন্দ্র স্থাপন করা হবে।

* * * বিশ্ব বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

বিশ্ব বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশের ৫ ধাপ উন্নতি হয়েছে। চলতি অর্থবছরে বিশ্বের ১৩৩ টি দেশের বাণিজ্য সক্ষমতার প্রতিযোগিতামুলক সূচকে বাংলাদেশের অবস্থান ১০৬ ।এর আগে ২০০৭- ২০০৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১১তম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রতিবছর বাণিজ্য সক্ষমতার এ রিপোর্ট তৈরি করে থাকে।বাংলাদেশে এ রিপোর্টটি যৌথভাবে প্রকাশ করে সেন্টার ফর পলিশি ডায়ালগ (সিপিডি)। ১০ কোটি টাকা মূলধন রয়েছে এমন ব্যবসায়ীদের মতামতের ওপর ভিত্তি করে সিপিডি ব্যবসার পরিবেশের ওপর রিপোর্ট তৈরি করে।

* * * ভূটান বাংলাদেশ থেকে বিশেষায়িত লোক নিতে আগ্রহী

বাংলাদেশ থেকে চিকিতসক, প্রকৌশলী, শিক্ষকসহ বেশ কিছু লোকবল নেয়ার ব্যপারে আগ্রহ প্রকশ করেছে ভূটান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে দেখা করে ঢাকয় নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত দাসো বাপ কেসাং বলেছেন, নিজেদের স্বার্থেই ভূটান বাংলাদেশ থেকে বিশেষায়িত লোক নেবে।দু'দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের জন্য এ মাসের শেষ সপ্তাহে ভূটানের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

* * * ঢাকি-দিল্লী-লাহোর ট্রেন চলাচল প্রস্তাবে পাকিস্তান সম্মত

বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে ট্রেন চলাচল শুরুর লক্ষ্যে নয়া দিল্লীর দেয়া একটি প্রস্তাব কৌশলগতভাবে অনুমোদন করেছে পাকিস্তান।করাচী প্রকাশিত ডন পত্রিকার খবরে বলা হয়েছে,দু'সপ্তাহ আগে ভারতের রেল মন্ত্রণালয় পাকিস্তানের কাছে এ প্রস্তাব উত্থাপন করে।কর্মকর্তারা তিন দেশের মধ্যে ট্রেন চলাচলের জন্য প্রস্তাবিত এই দক্ষিণ এশীয় রুটের গুরুত্বের কথা স্বীকার করেছেন এবং কৌশলগত দিক দিয়ে অনেক সহজ বলেও উপলব্ধি করেছেন। কর্মকর্তাদের মতে,ভারতের এ প্রস্তাব কার্যকর করা হলে ভারত ছাড়াও নেপাল ও ভূটনসহ সার্কভূক্ত দেশগুলোর সংগে পাকিস্তানের বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। কর্মকর্তারা বলেছেন, আলোচিত ট্রেন সার্ভিস ইসলামাবাদ থেকে তেহরান ও ইস্তাম্বুল পর্যন্ত সম্প্রসারনেরও একটি পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকা- দিল্লী-লাহোরের মধ্যে ট্রেন সার্ভিস চালু হলে তা লাভজনক হবে। পাকিস্তানের রেল মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, প্রাথমিকভাবে মালগাড়ি চালু করা হলেও পরে এ তিন দেশের মধ্যৈ যাত্রীবাহী ট্রেন চালু হবে।

* * * তথ্য প্রযুক্তি শিল্পে শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস

ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে সরাসরি কাজ করে চলেছে প্রায় ২.২ মিলিয়ন তথ্যপ্রযুক্তিবিদ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাবস্থাতেও ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প এগিয়ে চলেছে এবং এ বছর নতুন করে আরো ৫ শতাংশ ব্যাক্তিকে চাকরি প্রদান করা হয়েছে এই শিল্পে। বর্তমানে ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পে টাটা কনসালটেন্সি সার্ভিসে কর্মরত ব্যাক্তির সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজার যা ভারতে সবচেয়ে বেশি একক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের লোকবল।

* * * ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 'ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা'

ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলিকার মানুষের দ্রুত জরুরি চিকিতসার জন্য এবার চালু করা হয়েছে 'ওয়াটার অ্যম্বুলেণ্স পরিষেবা'। এটি চালু করেছে কলকাতার টাওয়ার মেডিকেল সলিউশন লিমিটেড নামের একটি সংস্থা। সম্প্রতি ওই অ্যম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন জাদুকর পিসি সরকার (জুনিয়র)। ওই অ্যাম্বুলেন্স পরিষেবায় রাখা হয়েছে প্রয়োজনীয় ওষুধ,অভিজ্ঞ চিকিতসকসহ আইসিসিইউ ব্যাবস্থা। প্রথম পর্যায়ে চালু করা দু'টি অ্যাম্বুলেন্স সোয়া ঘন্টায় সুন্দরবন থেকে যেকোন সংকটাপন্ন রোগীকে কলকতায় পাঠানো যাবে।

* * * শ্রীলংকার ইউনিসেফ মুখপাত্রের ভিসা বাতিল করেছে সরকার

তামিল টাইগারদের হয়ে জোর প্রচার চালানোর অভিযোগে শ্রীলংকা সরকার সম্প্রতি ইউনিসেফ মুখপাত্রের ভিসা বাতিল করেছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সরকারের এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী পালিথা কহোনা বলেছেন, এলটিটিই'র পক্ষে প্রচার চালানোর অভিযোগে ইউনিসেফ কর্মকর্তা জেমস এলদারের ভিসা বাতিল করা হয়েছে। তবে ইউনিসেফ এ অভিযোগ অস্বীকার করেছে।( মফিজুর রহমান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China