v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের সামাজিক নিশ্চয়তা ব্রুতের স্থিতিশীলভাবে উন্নয়ন হচ্ছে
2009-09-21 16:04:00

    সম্প্রতি চীনের মানব শক্তি ও সমাজ নিশ্চয়তা মন্ত্রী ইন উই মিন পেইচিংয়ে বলেছেন , নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে চীনের মানব শক্তি ও সমাজ নিশ্চয়তা ব্রত অব্যাহতভাবে উন্নয়ন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে । বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা গড়ে তোলার ফলে চীনের অধিকাংশ লোকজন তার সুফল পেয়েছেন ।

    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চীনের মানব শক্তি ও সমাজ নিশ্চয়তা মন্ত্রী ইন উই মিন চীনের সামাজিক নিশ্চয়তার কাজ সম্পর্কে অবহিত করেছেন । তিনি বলেন :

    বর্তমানে আমাদের দেশের কর্মসংস্থান পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল , সামাজিত নিশ্চয়তা ব্যবস্থা ক্রমেই সুসংহত হচ্ছে , মানব শক্তি দল তৈরি কাজের গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে , যুক্তিগত ও সুশৃংখল আয় বিতরণ কাঠামো মোটামুটি স্থাপিত হয়েছে , শ্রমিক সম্পর্ক স্থিতিশীল , সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ মানব শক্তি সম্পদ ও সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার কাঠামো মোটামুটি স্থাপিত হয়েছে ।

    জানা গেছে , নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরে চীনে সামজিক বীমাকে কেন্দ্র করে সামাজিক সাহায্য , কল্যাণ , বাড়িঘর নিশ্চয়তা সহ বিভিন্ন সামাজিক নিশ্চয়তা কাঠামো স্থাপিত হয়েছে । ২০০৮ সালের শেষ নাগাদ চীনে শহরের মৌলিক অবসরকালীন বীমায় অংশ নেয়া লোকজনের সংখ্যা ২২ কোটি । শহরের মৌলিক চিকিত্সা বীমা ও নতুন ধরনের গ্রামীন সহযোগিতা চিকিত্সায় অংশ নেয়া লোকজনের সংখ্যা ১১০ কোটিরও বেশি । ৬.৬ কোটিরও বেশি নাগরিক শহর ও গ্রামের নিম্নতম জীবন নিশ্চয়তা উপভোগ করছে ।

    চলতি বছরের ১লা সেপ্টেম্বর চীন আনুষ্ঠানিকভাবে নতুন ধরনের গ্রামীন সামাজিক অবসরকালীন বীমার পরীক্ষামূলক কাজ চালু করেছে । চলতি বছরে দেশের ১০ শতাংশ জেলায় এ নতুন নীতি কার্যকর হবে । ২০২০ সালের আগে গ্রামের সব বৃদ্ধ বৃদ্ধারা এ নীতির সুবিধা কল্যাণ পাবেন বলে অনুমান করা হচ্ছে । ইন উই মিন বলেন , কৃষি কর , বিনা খরবে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ এবং নতুন ধরনের গ্রামীন সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু হওয়ার পর এ নীতি হল কৃষকদের জন্য চীন সরকারের নেয়া আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । তিনি বলেন :

    এ ব্যবস্থা গড়ে তোলা হল সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা কাঠামোর উন্নয়ন দ্রুততর করা , আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলা এবং আমাদের দেশের অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এ নীতি কার্যকর হওয়ার পর কৃষকদের অবসরকালীন জীবনও নিশ্চিত হবে। আমাদের দেশের গ্রামের অর্থনীতির উন্নয়ন ও সমাজের সুষম বন্টন ত্বরান্বিত করার জন্য এ নীতি বিরাট ভূমিকা পালন করবে ।

    এখন পর্যন্ত চীনে গ্রামাঞ্চলে ৬০ বছরেরও বেশি বয়সী নাগরিকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে । এ সংখ্যা আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে । গ্রামাঞ্চলে নতুন ধরনের অবসরকালীন বীমা ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে কৃষকদের জীবনযাপনের মানে উন্নতি হবে , শহর ও গ্রামের পার্থক্য কমাবে ।

(শুয়েই ফেই ফেই)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China